কনকাকাফ | |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৬৬[১] |
সদর দপ্তর | গ্র্যান্ড কেইম্যান, কেইম্যান দ্বীপপুঞ্জ |
ফিফা অধিভুক্তি | ১৯৯২[১] |
কনকাকাফ অধিভুক্তি | ১৯৮৮ (সহযোগী সদস্য) ১৯৯০[২] |
সভাপতি | আলফ্রেডো ওয়াইটটেকার |
সহ-সভাপতি | |
ওয়েবসাইট | caymanfootball |
কেইম্যান দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশন (ইংরেজি: Cayman Islands Football Association; এছাড়াও সংক্ষেপে সিআইএফএ নামে পরিচিত) হচ্ছে কেইম্যান দ্বীপপুঞ্জের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ২৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ২৪ বছর পর ১৯৯০ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কেইম্যান দ্বীপপুঞ্জের গ্র্যান্ড কেইম্যানে অবস্থিত।
এই সংস্থাটি কেইম্যান দ্বীপপুঞ্জের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে কেইম্যান দ্বীপপুঞ্জ প্রিমিয়ার লীগ, কেইম্যান দ্বীপপুঞ্জ এফএ কাপ এবং কেইম্যান দ্বীপপুঞ্জ ডিজিসেল কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কেইম্যান দ্বীপপুঞ্জ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আলফ্রেডো ওয়াইটটেকার এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্কোস টিনোকো।
অবস্থান | নাম |
---|---|
সভাপতি | আলফ্রেডো ওয়াইটটেকার |
সহ-সভাপতি | মার্ক বেকফোর্ড |
ব্রুস ব্লেক | |
সাধারণ সম্পাদক | মার্কোস টিনোকো |
কোষাধ্যক্ষ | আরমান্দো এবাঙ্কস |
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক | ব্রুস ব্লেক |
প্রযুক্তিগত পরিচালক | অ্যালেক্সান্ডার গঞ্জালেজ |
ফুটসাল সমন্বয়কারী | ইমার কার্টার |
জাতীয় দলের কোচ (পুরুষ) | বেঞ্জামিন পাগ |
জাতীয় দলের কোচ (নারী) | উইলিয়াম মেডিনা |
রেফারি সমন্বয়কারী | আর্নেস্ট বেরি |