ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | কেইলর এন্টোনিও নাভাস গাম্বোয়া | ||
জন্ম | ১৫ ডিসেম্বর ১৯৮৬ | ||
জন্ম স্থান | পেরেজ জেলেডন, কোস্টা রিকা | ||
উচ্চতা | ১.৮৫ মি (৬ ফু ১ ইঞ্চি)[১] | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | পারি সাঁ-জেরমাঁ | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
১৯৯৯–২০০৫ | সাপ্রিসা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৫–২০১০ | সাপ্রিসা | ৬০ | (০) |
২০১০–২০১২ | আলবাসেতে | ৩৬ | (০) |
২০১১–২০১২ | → লেভান্তে (ধার) | ১ | (০) |
২০১২–২০১৪ | লেভান্তে | ৪৬ | (০) |
২০১৪– | রিয়াল মাদ্রিদ | ১০৪ | (০) |
২০১৯– | পারি সাঁ-জেরমাঁ | ২১ | (০) |
জাতীয় দল‡ | |||
২০০৩ | কোস্টা রিকা অনূর্ধ্ব ১৭ | ৩ | (০) |
২০০৮– | কোস্টা রিকা | ৯১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩ অক্টোবর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক। |
কেইলর এন্টোনিও নাভাস গাম্বোয়া (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৮৬), অধিক পরিচিত কেইলর নাভাস নামে, (আমেরিকান স্পেনীয়: [kei̯ˈloɾ anˈto.njo ˈna.βaz ɣamˈbo.a]), হলেন একজন কোস্টা রিকান ফুটবলার যিনি কোস্টা রিকা জাতীয় ফুটবল দল এবং লা লিগায় রিয়াল মাদ্রিদের গোলরক্ষকের দায়িত্ব পালন করেন।
তিনি প্রথমত সাপ্রিসায় খেলেছেন, পরবর্তীতে তিনি আলবাসেতেতে ১ মৌসুম খেলেন এবং ৩ মৌসুম লা লিগার ক্লাব লেভান্তে-এ খেলেন। অতঃপর তিনি রিয়াল মাদ্রিদে ১০ মিলিয়ন ইউরোর বিনিময়ে যোগদান করেন।
২০০৮ সাল হতে অভিষেকের পর, নাভাস কোস্টা রিকার হয়ে ৭০ ম্যাচেরও বেশি ম্যাচ খেলেছেন। তিনি ২টি কনকাকাফ গোল্ড কাপ এবং ২০১৪ ফিফা বিশ্বকাপে কোস্টা রিকাকে নেতৃত্ব দিয়েছেন; যেখানে তার চিত্তাকর্ষক ক্রিয়াকলাপ তার দলকে কোয়াটার-ফাইনালে উঠতে সাহায্য করেছে।[২]
ক্লাব | মৌসুম | লিগ | কাপ১ | মহাদেশীয় | সর্বমোট | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
দেপোর্তিভো সাপ্রিসা | ২০০৮–০৯ | প্রাইমেরা ডিভিশন | ২০ | ০ | ৫ | ০ | ০ | ০ | ২৫ | ০ |
২০০৯–১০ | প্রাইমেরা ডিভিশন | ২৩ | ০ | ৪ | ০ | ০ | ০ | ২৭ | ০ | |
সর্বমোট | ৪৩ | ০ | ৯ | ০ | ০ | ০ | ৫২ | ০ | ||
আলবাসেতে | ২০১০–১১ | সেগুন্দা ডিভিশন | ৩৬ | ০ | ০ | ০ | ০ | ০ | ৩৬ | ০ |
লেভান্তে | ২০১১–১২ | লা লিগা | ১ | ০ | ৫ | ০ | ০ | ০ | ৬ | ০ |
২০১২–১৩ | লা লিগা | ৯ | ০ | ৪ | ০ | ১২ | ০ | ২৫ | ০ | |
২০১৩–১৪ | লা লিগা | ৩৭ | ০ | ২ | ০ | ০ | ০ | ৩৯ | ০ | |
সর্বমোট | ৪৭ | ০ | ১১ | ০ | ১২ | ০ | ৭০ | ০ | ||
রিয়াল মাদ্রিদ | ২০১৪–১৫ | লা লিগা | ৬ | ০ | ৩ | ০ | ২ | ০ | ১১ | ০ |
২০১৫–১৬ | লা লিগা | ৩৪ | ০ | ০ | ০ | ১১ | ০ | ৪৫ | ০ | |
২০১৬-১৭ | লা লিগা | ২৭ | ০ | ২ | ০ | ১২ | ০ | ৪১ | ০ | |
২০১৭-১৮ | লা লিগা | ২ | ০ | ৩ | ০ | ০ | ০ | ৫ | ০ | |
সর্বমোট | ৬৯ | ০ | ৮ | ০ | ২৫ | ০ | ১০২ | ০ | ||
ক্যারিয়ার সর্বমোট | ১৯৫ | ০ | ২৮ | ০ | ৩৭ | ০ | ২৬০ | ০ |
১ স্পেনীয় সুপার কাপ, উয়েফা সুপার কাপ এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ম্যাচগুলো এর অন্তর্ভুক্ত।
কোস্টা রিকা | ||
---|---|---|
সাল | উপস্থিতি | গোল |
২০০৮ | ২ | ০ |
২০০৯ | ১৪ | ০ |
২০১০ | ৫ | ০ |
২০১১ | ১১ | ০ |
২০১২ | ১০ | ০ |
২০১৩ | ৮ | ০ |
২০১৪ | ১০ | ০ |
২০১৫ | ৪ | ০ |
২০১৬ | ৫ | ০ |
২০১৭ | ৫ | ০ |
সর্বমোট | ৭৪ | ০ |
<ref>
ট্যাগ বৈধ নয়; 2015–16 CL
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; super
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; world
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; lfp
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি<ref>
ট্যাগ বৈধ নয়; premio
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি