![]() | |||
পূর্ণ নাম | মিয়েস্কি ক্লুব স্পোর্তোভি ক্রাকোভিয়া এসএসএ | ||
---|---|---|---|
ডাকনাম | পাসি (স্ট্রিপস’’) | ||
প্রতিষ্ঠিত | ১৩ জুন ১৯০৬ | ||
মাঠ | স্তাদিওন ক্রাকোভি | ||
ধারণক্ষমতা | ১৫,০১৬ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | একস্ত্রাকলাসা | ||
২০১৮–১৯ | ৪র্থ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
কেএস ক্রাকোভিয়া (পোলীয়: Korona Kielce; এছাড়াও শুধুমাত্র ক্রাকোভিয়া (পোলীয় উচ্চারণ: [kraˈkɔvʲa]) নামে পরিচিত) হচ্ছে ক্রাকুফ ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে। এই ক্লাবটি ১৯০৬ সালের ১৩ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। কেএস ক্রাকোভিয়া তাদের সকল হোম ম্যাচ ক্রাকুফের স্তাদিওন ক্রাকোভিতে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,০১৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিখাউ প্রোবিয়েজ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ানুশ ফিলিপিয়াক। পোলীয় মধ্যমাঠের খেলোয়াড় ইয়ানুশ গোল এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]
ঘরোয়া ফুটবলে, কেএস ক্রাকোভিয়া এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলো হচ্ছে একস্ত্রাকলাসা শিরোপা।