কেন শিমুরা | |
---|---|
志村康徳 | |
জন্ম | ইয়াসুনরি শিমুরা (志村 康徳) ২০ ফেব্রুয়ারি ১৯৫০[১] |
মৃত্যু | ২৯ মার্চ ২০২০ | (বয়স ৭০)
মৃত্যুর কারণ | কোভিড-১৯(সার্স-কোভ-২) জনিত নিউমোনিয়া |
জাতীয়তা | জাপানি |
শিক্ষা | টোকিও মেট্রোপলিটন কুরুমে হাই স্কুল |
পেশা |
|
কর্মজীবন | ১৯৭২–২০২০ |
কেন শিমুরা (志村 けん শিমুরা কেন) (জন্ম নাম ইয়াসুনরি শিমুরা (志村 康徳 শিমুরা ইয়াসুনরি),[২] ২০ ফেব্রুয়ারি, ১৯৫০ – ২৯ মার্চ, ২০২০) একজন জাপানী কৌতুকাভিনেতা ছিলেন। তিনি জাপানের ভেরাইটি শো (মিশ্র অনুষ্ঠান)-এ "শিমুরা ক্যন নো বকাতোনো-সামায়" সহশিল্পী মাসাশি তাশিরো, নবুয়োশি কুয়ানোর সাথে অভিনয় করেন। তিনি "জাপানের রবিন উইলিয়ামস" নামে পরিচিত ছিলেন।[৩] তবে বাংলাদেশে ইউটিউব মাধ্যম বদৌলতে তিনি "কাইশ্যা" নামে পরিচিতি ও জনপ্রিয় হয়ে উঠেন।[৪] কমেডি ক্যারিয়ার জুড়ে শিমুরা তাঁর "বাকাতোনো সামা" চরিত্রের জন্য পরিচিত ও জনপ্রিয় হয়েছিল, যা অন্য জাপানি কৌতুক অভিনেতাদের মধ্যে একটু আলাদা। যাতে তিনি শক্তিশালী ব্যক্তিত্বের (একজন কোম্পানির সভাপতি, একজন রাজনীতিবিদ, একটি পরিবারের প্রধান, বিদ্যালয়ের অধ্যক্ষ, একজন জাপানী ইয়াকুজা গ্যাংয়ের প্রধান হিসেবে) কাজগুলিকে ব্যঙ্গত্বকভাবে ফুটিয়ে তুলতে পারতেন।
শিরোনাম | সাল | পিক চার্টে অবস্থান | বিক্রয় | অ্যালবাম | সার্টিফিকেশন |
---|---|---|---|---|---|
জেপিএন | |||||
"আইন তাইসো" (বাকাতোনো-সামা হিসেবে মিনি-মনি হিমের সাথে) |
২০০২ | ৩ |
|
মিনি-মনি সং দাইহিয়াকা ইকান |
২০২০ সালের ২০ মার্চ শিমুরা গুরুতর নিউমোনিয়ায় আক্রান্ত হন। পরবর্তীতে ২৩ মার্চ তার দেহে করোনাভাইরাস পাওয়ার তথ্য নিশ্চিত করা হয়।[৬][৭][৮] তিনি ছিলেন ২০২০ জাপানে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারি চলাকালে প্রকাশ্যে কোভিড-১৯-এর চিকিৎসা নেওয়া প্রথম জাপানি ট্যারেন্টো।[৭]
২৪ মার্চ শিমুরা ইসিএমও (এক্সট্রাকর্পোরাল মেমব্রেন অক্সিজেনেশন) করার সুবিধা রয়েছে এমন একটি হাসপাতালে স্থানান্তরিত হন।[৭] কিনেমা নো কামিসমা (Kinema no kamisama ) নামক চলচ্চিত্রে তার অভিনয় করার কথা থাকলেও ২ মার্চ তা বাতিল করা হয়।[৯] এছাড়া, টোকিও শহরের কিছু অংশে ২০২০ টোকিও গেমসের অলিম্পিক মশালও তার বহন করার কথা ছিল।[১০] কিন্তু, তার আগেই ২০২০ সালের ২৯ মার্চ টোকিওর শিনজুকুতে অবস্থিত ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিনে শিমুরা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।[১১][১২][১৩]
<ref>
ট্যাগ বৈধ নয়; :1
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি