ক্যানিথ ডি হিল (৬ আগস্ট ১৯৪৮ – ৪ আগস্ট ২০১০) (কেন হিল নামেও পরিচিত, উদ্ভিদের নামের পর K.D.Hill হিসেবে ব্যবহৃত) একজন অস্ট্রেলীয় উদ্ভিদবিজ্ঞানী। ইউক্যালিপটাস জাতীয় উদ্ভিদ ও সাইকাসের গঠনমূলক ও জৈবনিক বিবর্তন এবং সংরক্ষণের ওপর এবং সেই সাথে উদ্ভিদ পরিসংখ্যানের ওপর গবেষণার জন্য তিনি বিখ্যাত।
কেন হিল ১৯৪৮ সালের ৬ আগস্ট নিউ সাউথ ওয়েলসের আর্মিডেলে জন্মগ্রহণ করেন। ১৯৮৩ সালে নিউ সাউথ ওয়েলস ন্যাশনাল হার্বেরিয়ামের সাথে কাজ করেন এবং ২০০৪ সালে অবসরগ্রহণ করেন। এছাড়া তিনি সিডনির রয়েল বোটানিক গার্ডেন্সের জ্যেষ্ঠ গবেষক ও বৈজ্ঞানিক হিসেবে কাজ করেন।[১]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |