![]() | |
ধরন | সরকারি |
---|---|
স্থাপিত | ২৭ সেপ্টেম্বর ১৯১০[১] |
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি | এপিএলইউ ওহাইওর বিশ্ববিদ্যালয় পদ্ধতি |
বৃত্তিদান | $১৩৮ মিলিয়ন (২০১৮)[২] |
সভাপতি | বেভারলি ওয়ারেন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ২,৬২৩ (সকল ক্যাম্পাস)[৩] |
প্রশাসনিক ব্যক্তিবর্গ | ৬,৮২২ (সকল ক্যাম্পাস)[৩] |
শিক্ষার্থী | ২৮,৯৭২ (কেন্ট) ৩৯,৩৬৭ (সকল ক্যাম্পাস) |
স্নাতক | ২৩,৬৮৪ (কেন্ট) ৩৩,৫৬৮ (সকল ক্যাম্পাস) |
স্নাতকোত্তর | ৫,৭৯৯ (কেন্ট) |
অবস্থান | , , ৪১°০৮′৪৯″ উত্তর ৮১°২০′৩৬″ পশ্চিম / ৪১.১৪৬৯৪° উত্তর ৮১.৩৪৩৩৩° পশ্চিম |
শিক্ষাঙ্গন | উপশহর কলেজ টাউন ৮৬৬ একর (৩৫০ হেক্টর) (মূল ক্যাম্পাস)[৪] |
পোশাকের রঙ | নীল ও সোনালি[৫] |
সংক্ষিপ্ত নাম | সোনালি ফ্ল্যাশ |
ক্রীড়ার অধিভুক্তি | এনসিএএ ডিভিশন ওয়ান – ম্যাক |
মাসকট | ফ্ল্যাশ, সোনালি ঈগল |
ওয়েবসাইট | www |
![]() | |
![]() |
কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয় হল ওহাইও অঙ্গরাজ্যের কেন্ট শহরে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়।[৬] উত্তর ওহাইওতে বিশ্ববিদ্যালয়টির সাতটি আঞ্চলিক ক্যাম্পাস রয়েছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিধি রয়েছে। আঞ্চলিক ক্যাম্পাসগুলো অ্যাশটাবুলা, বার্টন, ইস্ট লিভারপুল, জ্যাকসন টাউনশিপ, নিউ ফিলাডেলফিয়া, সালেম ও ওয়ারেনে অবস্থিত এবং ইন্ডিপেন্ডেন্সের ক্লিভল্যান্ডে, ওহাইওর টুইন্সবার্গে, নিউ ইয়র্ক সিটিতে ও ইতালির ফ্লোরেন্সে অতিরিক্ত পরিধি রয়েছে।
বিশ্ববিদ্যালয়টি ১৯১০ সালে শিক্ষকদের প্রশিক্ষণ স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়। ১৯১২ সালে কেন্ট শহরের বিভিন্ন স্থানে ও সাময়িক ভবনে প্রথম পাঠদান শুরু হয় এবং পরের বছর মূল ক্যাম্পাসের প্রথম ভবন চালু হয়। তখন থেকে বিশ্ববিদ্যালয়টি একাধিক পাঠদান কার্যক্রম, কলা ও বিজ্ঞানে স্নাতক প্রোগ্রাম চালু করে, এবং গবেষণার সুযোগ প্রদান করে। ১৯৬০-এর দশকের শেষভাগ থেকে ১৯৭০-এর দশকের শুরুতে বিশ্ববিদ্যালয়টি ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্ত হওয়ার বিপক্ষে শিক্ষার্থীদের সক্রিয়তার জন্য আন্তর্জাতিকভাবে পরিচিতি অর্জন করে।
কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো হল
কেন্ট স্টেট বিশ্ববিদ্যালয়ে প্রাঙ্গনে ২৫টি ছাত্রাবাস রয়েছে। সবকয়টি ছাত্রাবাস কেন্টের মূল ক্যাম্পাসে অবস্থিত। প্রতিটি ছাত্রাবাস আবার বড় দলের অন্তর্ভুক্ত, যার সাধারণ নাম বা কেন্দ্রীয় অঞ্চল রয়েছে। সেগুলো হল:
<ref>
ট্যাগ বৈধ নয়; colors
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি