ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২৯ মে ১৯৯৮ | ||
জন্ম স্থান | কাগোশিমা, জাপান | ||
উচ্চতা | ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | কাওয়াসাকি ফ্রোন্তালে | ||
জার্সি নম্বর | ৮ | ||
যুব পর্যায় | |||
কোকুবুনিশি | |||
কিরিশিমা শিরিতসু মাইজুরু | |||
–২০১৬ | কামুমুরা গাকুয়েন | ||
২০১৭–২০২০ | তোইন বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০২০– | কাওয়াসাকি ফ্রোন্তালে | ৩৫ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:২২, ২৭ মার্চ ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। |
কেন্তো তাচিবানাদা (জাপানি: 橘田 健人, ইংরেজি: Kento Tachibanada; জন্ম: ২৯ মে ১৯৯৮) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব কাওয়াসাকি ফ্রোন্তালের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।[১][২] তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
কেন্তো তাচিবানাদা ১৯৯৮ সালের ২৯শে মে তারিখে জাপানের কাগোশিমায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।