কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দর

কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দর
সংক্ষিপ্ত বিবরণ
বিমানবন্দরের ধরনসরকারি
পরিচালকবিমানবন্দর কোম্পানি দক্ষিণ আফ্রিকা
পরিষেবাপ্রাপ্ত এলাকাকেপ টাউন
অবস্থানম্যাট্রুসফন্টিন, কেপ টাউন, পশ্চিম কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
যে হাবের জন্য
এএমএসএল উচ্চতা৪৬ মিটার / ১৫১ ফুট
স্থানাঙ্ক৩৩°৫৮′১০″ দক্ষিণ ০১৮°৩৫′৫০″ পূর্ব / ৩৩.৯৬৯৪৪° দক্ষিণ ১৮.৫৯৭২২° পূর্ব / -33.96944; 18.59722
ওয়েবসাইটacsa.co.za
মানচিত্র
CPT কেপ টাউন-এ অবস্থিত
CPT
CPT
কেপ টাউন মহানগর এলাকায় অবস্থান
রানওয়ে
দিক দৈর্ঘ্য পৃষ্ঠতল
মি ফুট
০১/১৯ ৩,২০১ ১০,৫০২ আস্ফাল্ট
১৬/৩৪ ১,৭০১ ৫,৫৮১ আস্ফাল্ট
পরিসংখ্যান (এপ্রিল ২০১৬ - মার্চ ২০১৭)
যাত্রী১,০২,১১,৩৯০
বিমান চলাচল৯৯,৩৩৭
উৎস: ট্রাভেলোর২৪, কেপ টাউন আন্তর্জাতিক নেটওয়ার্ক উন্নয়নের জন্য পুরস্কার, ২১ জুলাই, ২০১৬ তারিখে প্রকাশিত

কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দর (আইএটিএ: CPT, আইসিএও: FACT) কেপ টাউন শহরের প্রধান বিমানবন্দর, যেটি দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় এবং আফ্রিকার তৃতীয়-ব্যস্ততম বিমানবন্দর। শহরের কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত, বিমানবন্দরেরটি কেপ টাউনের পূর্বের বিমানবন্দর উইংফিল্ড এয়ারড্রামের পরিবর্তে ১৯৫৪ সালে চালু হয়েছিল। বিমানবন্দরটি কেপ টাউন মহানগর এলাকার নির্ধারিত যাত্রী সেবা প্রদানের একমাত্র বিমানবন্দর। বিমানবন্দরটিতে সাধারণ কেন্দ্রীয় টার্মিনাল দ্বারা সংযুক্ত, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক টার্মিনাল রয়েছে।

বিমানবন্দরটি দক্ষিণ আফ্রিকার অন্যান্য দুটি প্রধান শহুরে এলাকায়, জোহানেসবার্গডারবানের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ছোট কেন্দ্রগুলিতে বিমানের সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিকভাবে, এটি আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপের কয়েকটি গন্তব্যস্থলে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। কেপ টাউন এবং জোহানেসবার্গের মধ্যেকার আকাশপথ ২০১১ সালের হিসেবে আনুমানিক ৪.৫ মিলিয়ন যাত্রী নিয়ে বিশ্বের নবম-ব্যস্ততম বিমানবন্দর ছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. The Economist, Online (১৪ মে ২০১২)। "Top Flights" (ইংরেজি ভাষায়)। The Economist। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১২ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]