পূর্ণ নাম | কেফন ড্রুইডস অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | দি অ্যানশিয়েন্টস, ড্রুইডস | ||
প্রতিষ্ঠিত | ১৮৭২ | ||
মাঠ | দ্য রক | ||
ধারণক্ষমতা | ৩,৫০০ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | খালি | ||
লিগ | কেমরে প্রিমিয়ার | ||
২০১৯–২০ | ৮ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
কেফন ড্রুইডস অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব (ওয়েলশ: Clwb Pêl-droed Derwyddon Cefn, ইংরেজি: Cefn Druids Association Football Club; এছাড়াও কেফন ড্রুইডস এফসি অথবা শুধুমাত্র কেফন ড্রুইডস নামে পরিচিত) হচ্ছে কেফন মাউর ভিত্তিক ওয়েলসের একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ওয়েলসের শীর্ষ স্তরের ফুটবল লীগ কেমরে প্রিমিয়ারে খেলে। এই ক্লাবটি ১৮৭২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেফন ড্রুইডস তাদের সকল হোম ম্যাচ কেফন মাউরের দ্য রকে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৩,৫০০।[১] বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন জন হিউজেস। ইংরেজ রক্ষণভাগের খেলোয়াড় নিল অ্যাশটন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[২]
ঘরোয়া ফুটবলে, কেফন ড্রুইডস এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার সবগুলোই হচ্ছে ওয়েলশ কাপ শিরোপা।