ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | সাংস্কৃতিক: ২য়, ৪র্থ, ৫ম |
সূত্র | ১১১৬ |
তালিকাভুক্তকরণ | ২০০৩ (২৭তম সভা) |
কেব্রাদা দে উমাউয়াকা (স্পেনীয়: Quebrada de Humahuaca) আর্জেন্টিনায় অবস্থিত সঙ্কীর্ণ পার্বত্য উপত্যকাবিশেষ। আর্জেন্টিনার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হুহুই প্রদেশে রাজধানী বুয়েনোস আইরেস থেকে ১৬৪৯ কিলোমিটার দূরত্বে এই উপত্যকাটির অবস্থান। উপত্যকাটির দৈর্ঘ্য ১৫৫ কিলোমিটার (৯৬ মাইল)। উত্তর-দক্ষিণ দিক বরাবর বিস্তৃত এ উপত্যকাটির পশ্চিম ও উত্তর দিকে আল্তিপ্লানো মালভূমি, পূর্বে নিম্ন-আন্দিয়ান পাহাড় এবং দক্ষিণে উষ্ণ উপত্যকা "বালেস তেম্পলাদোস" অবস্থিত।
কেব্রাদার সাহিত্যগত নাম হচ্ছে ‘ভাঙ্গা’। কেব্রাদাকে অনুবাদ করলে অর্থ দাঁড়ায় গভীর উপত্যকা বা গভীর সঙ্কীর্ণ উপত্যকা। ১১০০০ অধিবাসী নিয়ে গড়া ছোট্ট শহর উমাউয়াকা থেকে এর নামটি গ্রহণ করা হয়েছে। শীতকালে শুষ্ক থাকা গ্রান্দে নদী ‘রিও গ্রান্দে’ গ্রীষ্মকালে কেব্রাদার মাঝ দিয়ে বেশ জোরে প্রবাহিত হয়।
এ অঞ্চলটি সর্বদাই অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগের উর্বর মিলনক্ষেত্ররূপে পরিচিতি পেয়েছে। কমপক্ষে ১০০০০ হাজার বছর পূর্ব থেকে এখানে জনবসতি গড়ে উঠেছে। তখন শিকারী-সঞ্চয়কারীরা এখানে জীবনধারণ করতো। এখনো প্রাগৈতিহাসিক যুগের চিহ্ন এখানে দেখতে পাওয়া যায়। ১৫শ শতাব্দীকালে গড়ে উঠা ইনকা সাম্রাজ্যের কারাভান সড়ক এটি। রিও দে লা প্লাতা ও পেরুর গভর্নরের মধ্যতার গুরুত্বপূর্ণ সম্পর্ক এ স্থানকে ঘিরে গড়ে উঠেছে। এছাড়াও স্পেনের স্বাধীনতা যুদ্ধে অনেকগুলো সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে।
ফেব্রুয়ারি মাসে আর্জেন্টিনা বিশেষ করে উমাউয়াকায় নর্থ কার্নিভাল সাংবার্ষিক ভিত্তিতে অনুষ্ঠিত হয়ে থাকে।[১][২]
২ জুলাই, ২০০৩ তারিখে ইউনেস্কো কর্তৃক কেব্রাদা দে উমাউয়াকাকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।