কেভিন-প্রিন্স বোয়াটেং

কেভিন-প্রিন্স বোয়াটেং
২০১১ সালে বোয়াটেং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কেভিন-প্রিন্স বোয়াটেং
জন্ম স্থান পশ্চিম বার্লিন, জার্মানি
উচ্চতা ১.৮৬ মিটার (৬ ফু ১ ইঞ্চি)[][]
মাঠে অবস্থান   মধ্যমাঠের খেলোয়াড় / আক্রমণভাগের খেলোয়াড়[][][]
ক্লাবের তথ্য
বর্তমান দল
সাসসওলো
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়
১৯৯৪ রাইনিকিনডর্ফের ফুকসা
১৯৯৪–২০০৫ হার্থা বার্লিন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৪–২০০৭ হার্থা বার্লিন টু ২৯ (  ৫)
২০০৫–২০০৭ হার্থা বার্লিন ৪২ (  ৪)
২০০৭–২০০৯ টটেনহ্যাম হটস্পার ১৫ (  ০)
২০০৯বরুসিয়া ডর্টমুন্ড (ধারে) ১০ (  ০)
২০০৯–২০১০ পোর্টস্‌মাথ ২২ (  ৩)
২০১০–২০১৩ মিলান ৭৪ (১০)
২০১৩–২০১৫ শালকে ০৪ ৪৬ (  ৬)
২০১৬ মিলান ১১ (  ১)
২০১৬–২০১৭ লাস পালমাস ২৮ (  ১০)
২০১৭–২০১৮ আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট ৩১ (  ৬)
২০১৮– সাসসওলো ১৩ (  ৪)
২০১৯বার্সেলোনা (ধারে) (  ০)
জাতীয় দল
২০০৪–২০০৫ জার্মানি অনূর্ধ্ব-১৯   ১২ (৭)
২০০৬ জার্মানি অনূর্ধ্ব-২০   ২ (০)
২০০৬–২০০৯ জার্মানি অনূর্ধ্ব-২১   ৬ (০)
২০১০–২০১৪ ঘানা   ১৫ (২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৪ মে ২০১৯ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।

কেভিন-প্রিন্স বোয়াটেং (জন্ম: ৬ মার্চ ১৯৮৭) একজন জার্মান-ঘানাইয়ান পেশাদার ফুটবলার যিনি ইতালির ক্লাব সাসসওলোর হয়ে স্ট্রাইকার হিসেবে খেলেন।

ক্যারিয়ার জুড়ে বোয়াটেং জার্মানির বিভিন্ন ক্লাবে খেলেছেন। পাশাপাশি তিনি ইংল্যান্ড, স্পেন ও ইতালিতেও খেলেছেন। শুরুর দিকে তিনি মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলতেন। পরবর্তীতে তিনি গতি, ক্ষিপ্রতা ও স্কিলের কারণে ধীরে ধীরে আক্রমণভাগের খেলোয়াড় এ পরিণত হন।

জার্মানিতে জন্ম নেয়া এই খেলোয়াড় জার্মানি অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-২০ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলেছেন। পরে তিনি ঘানা জাতীয় দল এ যোগ দেন এবং ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানে খেলেন। ঘানার হয়ে তিনি ২০১০ ফিফা বিশ্বকাপ২০১৪ ফিফা বিশ্বকাপ এ খেলেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "AC Milan, Boateng's promise Revenge against Juve and Spurs"english.gazzetta.itLa Gazzetta dello Sport।  । 28 September 2013 তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 8 September 2013  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. "Sorpresa en el AC Milan: Kevin Prince Boateng se va al Schalke 04"superdt.cl (Spanish ভাষায়)। ৩০ আগস্ট ২০১৩। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৩ 
  3. "Absent Essien inspires Ghana"theworldgame.sbs.com.auThe World Game। ১২ জুন ২০১০। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ 
  4. "Schalke extend winning run with 2–0 defeat of Hannover 96"। FC Schalke 04। ৯ ফেব্রুয়ারি ২০১৪। ১৫ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪ 
  5. "Kevin, the Prince of Milan"। afootballreport.com। ১৮ আগস্ট ২০১০। ১৭ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২