কেভিন ওয়েন্স | |
---|---|
জন্ম নাম | কেভিন স্টিন |
জন্ম | সেইন্ট-জিন-সুর-রিচিলিউ, কুইবেক, কানাডা | ৭ মে ১৯৮৪
দাম্পত্য সঙ্গী | কারিনা এলিয়াস (বি. ২০০৭) |
সন্তান | ২ |
পেশাদারি কুস্তি ক্যারিয়ার | |
রিংয়ে নাম | কেভিন ওয়েন্স[১] কেভিন স্টিন[২] সুপার ড্রাগন[২][৩] |
কথিত উচ্চতা | ৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)[৪] |
কথিত ওজন | ২৬৬ পা (১২১ কেজি)[৪] |
কথিত প্রশিক্ষণকেন্দ্র | মারিভিল, কুইবেক, কানাডা[৪][৫] |
প্রশিক্ষক | কার্ল ওয়েলেট[৬] জ্যাক রোগেউ[৬] সার্জ জডোইন[৬] টেরি টেইলর[৭] |
অভিষেক | মে ৭, ২০০০[৬] |
কেভিন স্টিন (জন্ম: মে ৭, ১৯৮৪) হলেন একজন কানাডীয় পেশাদার কুস্তিগির। যিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত রয়েছেন এবং ডাব্লিউডাব্লিউই স্ম্যাকডাউন ব্র্যান্ডে কেভিন ওয়েন্স নামে কুস্তি করেন।[৪]
ওয়েন্স ২০০০ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার কুস্তিতে অভিষেক করেন,[৬] তিনি তার জন্মদিনে প্রথম পেশাদার কুস্তি খেলা খেলেন। ২০১৪ সালের শেষার্ধে ডাব্লিউডাব্লিউইর সাথে সংযুক্ত হবার পূর্বে, ২০০৭ সাল হতে তার জন্ম নাম কেভিন স্টিন নামে তিনি রিং অফ অনারে (আরওএইচ) কুস্তি করেছেন। সেখানে তিনি আরওএইচ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আরওএইচ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন।[৮][৯] এছাড়াও স্টিন ১ বছর ধরে স্বাধীন সার্কিটে বেশ কয়েকটি প্রমোশনে কুস্তি করছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রো রেসলিং গেরিলা (পিডাব্লিউজি)। সেখানে তিনি রেকর্ড ৩ বারের পিডাব্লিউজি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। একই সাথে তিনি ৩ বার পিডাব্লিউজি ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন।[১০][১১] স্টিন ইন্টারন্যাশনাল রেসলিং সিন্ডিকেটেও (আইডাব্লিউএস) কুস্তি করেছেন, সেখানে তিনি ৩ বার আইডাব্লিউএস ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন। এছাড়াও স্টিন অল আমেরিকান রেসলিংতে (এএডাব্লিউ) এএডাব্লিউ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এবং কমব্যাট জোন রেসলিংতে (সিজেডডাব্লিউ) সিজেডডাব্লিউ আয়রন ম্যান চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন।[২][১২]
ওয়েন্স ডাব্লিউডাব্লিউইর প্রধান রোস্টারে প্রবেশ করার পূর্বে, তিনি ডাব্লিউডাব্লিউইর উন্নয়নমূলক ব্রান্ড ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে কুস্তি করেছেন। সেখানে তিনি ১ বার এনএক্সটি চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেন।[১৩] প্রধান রোস্টারে প্রবেশ করার পর, তিনি ২ বার ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, ২ বার ডাব্লিউডাব্লিউই মার্কিন যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়নশিপ এবং ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ জয়লাভ করেছেন।[১৪][১৫][১৬]