কেভিন কার্টার | |
---|---|
জন্ম | |
মৃত্যু | ২৭ জুলাই ১৯৯৪ জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা | (বয়স ৩৩)
পেশা | ফটোসাংবাদিক |
কেভিন কার্টার (১৩ সেপ্টেম্বর ১৯৬০ – ২৭ জুলাই ১৯৯৪) ছিলেন একজন দক্ষিণ আফ্রিকান পুরস্কার-বিজয়ী ফটোসাংবাদিক এবং ব্যাং-ব্যাং ক্লাবের সদস্য। ১৯৯৩ সালের সুদান দুর্ভিক্ষের ছবি তুলে তিনি পুলিৎজার পুরস্কার পান। তিনি ৩৩ বছর বয়সে আত্মহত্যা করেন। ২০১০ সালের ফিচার চলচ্চিত্র দ্য ব্যাং ব্যাং ক্লাবে তার কাহিনী বর্ণিত হয়েছে যেখানে তার চরিত্রে অভিনয় করেছেন টেইলর কিটস্চ।
প্রথমে খেলাধুলার ফটো সাংবাদিকতার মধ্য দিয়ে কর্ম জীবন শুরু করেন। বর্নবাদ এর কারণে পরে তিনি জোহার্নেসবাগ র্স্টার এ চলে আসেন। ১৯৯৩ সালের মার্চে এ কেভিন কার্টার সুদান আসেন এবং দুর্ভিক্ষের ফটো তোলেন।
২৭ জুলাই, ১৯৯৪ সালে তিনি মাঠ এবং পাঠ কেন্দ্রের পাশে ব্রামফন্টেইনের দিকে গাড়ি চালিয়ে যেতে থাকেন, যে এলাকায় তিনি শৈশবে খেলতেন, এবং তিনি একদিকে তার পিকাপ ট্রাকের হোস পাইপ এবং অন্যদিকে ড্রাইভারের জানালার পাশে বেঁধে আত্মহত্যা করেন। তিনি ৩৩ বছর বয়সে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মারা যান। তার আত্মহত্যার নোটের কিয়দংশঃ
|coauthors=
উপেক্ষা করা হয়েছে (|author=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)