কেল্লাফতে | |
---|---|
পরিচালক | পীযূষ সাহা |
প্রযোজক | প্রিন্স এন্টারটেইনমেন্ট P4 |
রচয়িতা | এন.কে. সালি |
শ্রেষ্ঠাংশে | অঙ্কুশ হাজরা রূপশ্রী রজতাভ দত্ত |
সুরকার | জিৎ গাঙ্গুলী |
চিত্রগ্রাহক | Rajeeb Srivastav |
সম্পাদক | M. Sushmit |
প্রযোজনা কোম্পানি | প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪ |
পরিবেশক | প্রিন্স এন্টারটেইনমেন্ট পি৪ |
মুক্তি |
|
স্থিতিকাল | ২ ঘন্টা ৪০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কেল্লাফতে হল ২০১০ সালে একটি ভারতীয় বাংলা ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র। চলচ্চিত্র পীযূষ সাহা পরিচালনা করেছেন। [১] এটি ২০০৭ সালের তেলুগু চলচ্চিত্র আতা এর রিমেক। [২][৩] এই চলচ্চিত্র অঙ্কুশ প্রথম চলচ্চিত্র।
শিভু কলকাতায় প্রজেক্টর মেশিন অপারেটর হিসাবে কাজ করেন, তবে তিনি একজন চলচ্চিত্র অভিনেতা হওয়ার স্বপ্ন দেখেন। তিহি শীঘ্রই পল্লবীর প্রেমে পড়েন,যিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ববির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
কেল্লাফতে | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০১০ | |||
শব্দধারণের সময় | ২০১০ | |||
স্টুডিও | Prince Entertainment P4 | |||
ঘরানা | Feature film soundtrack | |||
প্রযোজক | Prince Entertainment P4 | |||
জিৎ গাঙ্গুলি কালক্রম | ||||
| ||||
কেল্লাফতে থেকে একক গান | ||||
|
সকল গানের গীতিকার Prasen (Prasenjit Mukherjee), Priyo Chattopadhyay; সকল গানের সুরকার জিৎ গাঙ্গুলি।
নং. | শিরোনাম | গীতিকার | গায়কের | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "I Am In Love" | Prasen (Prasenjit Mukherjee) | শ্রেয়া ঘোষাল, Dibyendu Mukherjee | ৪:৪৫ |
২. | "Ei Path Chola" | Prasen (Prasenjit Mukherjee) | Kunal Ganjawala, Gayatri Ganjawala | ৪:২৬ |
৩. | "Jibon Je Mela Re Bhai" | Priyo Chattopadhyay | জিৎ গাঙ্গুলী , মোনালি ঠাকুর | ৪:১৪ |
৪. | "Kellafate Title Track" | Priyo Chattopadhyay | জিৎ গাঙ্গুলী | ৩:৫৭ |
৫. | "Lal Gaanda Phool" | Priyo Chattopadhyay | মোনালি ঠাকুর | |
৬. | "Premer Gale Chuma De" | Prasen (Prasenjit Mukherjee) | অভিজিৎ ভট্টাচার্য, মোনালি ঠাকুর | ৪:৪৬ |