কেশব বলিরাম হেডগেওয়ার | |
---|---|
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ১ম সরসঙ্ঘচালক | |
কাজের মেয়াদ ১৯২৫ – ১৯৪০ | |
পূর্বসূরী | অবস্থান প্রতিষ্ঠিত |
উত্তরসূরী | মাধব সদাশিবরাও গোলওয়ালকর |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | কেশব বলিরাম হেডগেওয়ার ১ এপ্রিল ১৮৮৯ নাগপুর, মধ্যে প্রদেশ, ব্রিটিশ ভারত (বর্তমানে মহারাষ্ট্র, ভারত) |
মৃত্যু | ২১ জুন ১৯৪০ নাগপুর, মধ্য প্রদেশ ও বেরার, ব্রিটিশ ভারত (বর্তমানে মহারাষ্ট্র, ভালত) | (বয়স ৫১)
শিক্ষা | এমবিবিএস |
প্রাক্তন শিক্ষার্থী | কলকাতা মেডিক্যাল কলেজ |
পেশা |
|
যে জন্য পরিচিত | রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা |
ডাকনাম | কেবি হেডগেওয়ার |
কেশব বলিরাম হেডগেওয়ার বা কেবি হেডগেওয়ার (1 এপ্রিল 1889 – 21 জুন 1940) একজন ভারতীয় চিকিৎহক এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর প্রতিষ্ঠাতা সরসঙ্ঘচালক। [১][২] হেডগেওয়ার 1925 সালে নাগপুরে আরএসএস প্রতিষ্ঠা করেছিলেন, হিন্দুত্বের আদর্শের উপর ভিত্তি করে একটি হিন্দু রাষ্ট্র গঠনের অভিপ্রায়ে ।[৩][৪]
জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |