কেশরদাম Ludwigia adscendens | |
---|---|
পদ্মার চরে কেশরদাম উদ্ভিদ, বাংলাদেশ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Plantae |
শ্রেণীবিহীন: | সপুষ্পক উদ্ভিদ |
শ্রেণীবিহীন: | Eudicots |
শ্রেণীবিহীন: | Rosids |
বর্গ: | Myrtales |
পরিবার: | Onagraceae |
গণ: | Ludwigia |
প্রজাতি: | L. adscendens |
দ্বিপদী নাম | |
Ludwigia adscendens (L.) H. Hara, 1953 | |
প্রতিশব্দ[১] | |
|
কেশরদাম (ইংরেজি: Water Primrose[২]) (বৈজ্ঞানিক নাম: Ludwigia adscendens) হচ্ছে Onagraceae পরিবারের Ludwigia গণের একটি প্রজাতি। কেশরদাম উদ্ভিদটি পুটিদল নামেও পরিচিত।
এদের স্থানীয় উদ্ভবের এলাকা অস্পষ্ট। এটি এশিয়ার ধানক্ষেতে একটি সাধারণ আগাছা এবং অস্ট্রেলিয়া ও আফ্রিকাতেও তা ঘটছে।[৩] হয়ত এটি দক্ষিণ আমেরিকায় উদ্ভূত।[৪] এটি বাংলাদেশের সব অঞ্চলে দেখা যায়।