কেশিরাজ | |
---|---|
জন্ম | খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী |
মৃত্যু | খ্রিস্টীয় ত্রয়োদশ অথবা চতুর্দশ শতাব্দী |
পেশা | কন্নড় বৈয়াকরণ, কবি ও লেখক |
কর্ম | শব্দমণিদর্পণ |
পিতা-মাতা |
|
কেশিরাজ (কন্নড়: ಕೇಶಿರಾಜ) ছিলেন ত্রয়োদশ শতাব্দীর এক কন্নড় বৈয়াকরণ, কবি ও লেখক। তিনি বিশেষভাবে পরিচিত প্রামাণ্য কন্নড় ব্যাকরণ শব্দমণিদর্পণ গ্রন্থের রচয়িতা হিসেবে।[১][২] দ্রাবিড়বিদ্যা বিশেষজ্ঞ শেলডন পোলকের মতে, এই কাজটির জন্যই তাঁকে ‘কন্নড় ব্যাকরণের শ্রেষ্ঠ তত্ত্ববিদ’ আখ্যা দেওয়া হয়।[৩] তিনি সংস্কৃত ভাষাতেও সুপণ্ডিত ছিলেন এবং হৈসল রাজসভার সভাকবির (‘আস্থান কবি’) পদ অলংকৃত করতেন।