কেসি অ্যাফ্লেক | |
---|---|
Caleb Casey McGuire Affleck-Boldt | |
জন্ম | ক্যালেব কেসি ম্যাগুইয়ার অ্যাফ্লেক-বোল্ট ১২ আগস্ট ১৯৭৫ ফ্যালমাউথ, ম্যাসাচুসেট্স, যুক্তরাষ্ট্র |
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় |
পেশা | অভিনেতা, পরিচালক |
কর্মজীবন | ১৯৮৮-বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | পূর্ণ তালিকা |
দাম্পত্য সঙ্গী | সামার ফিনিক্স (বি. ২০০৬; বিচ্ছেদ. ২০১৭) |
সন্তান | ২ |
পিতা-মাতা | টিমথি বায়ার্স অ্যাফ্লেক (পিতা) ক্রিস্টোফার অ্যানি (মাতা) |
আত্মীয় | বেন অ্যাফ্লেক (ভাই) |
পুরস্কার | একাডেমি পুরস্কার গোল্ডেন গ্লোব পুরস্কার বাফটা পুরস্কার |
ক্যালেব কেসি ম্যাগুইয়ার অ্যাফ্লেক-বোল্ট (ইংরেজি: Caleb Casey McGuire Affleck-Boldt, যিনি কেসি অ্যাফ্লেক নামে পরিচিত, জন্ম: ১২ আগস্ট, ১৯৭৫) হলেন একজন মার্কিন অভিনেতা ও পরিচালক। তিনি ১৯৮৮ সালে পিবিএস-এর লেমন স্কাই টেলিভিশন চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু করেন। ১৯৯০ সালে তিনি দ্য কেনেডিজ অব ম্যাসাচুসেট্স মিনিসিরিজে অভিনয় করেন। পরবর্তীতে তিনি গুস ভ্যান স্যান্ট পরিচালিত তিনটি চলচ্চিত্র - টু ডাই ফর (১৯৯৫), গুড উইল হান্টিং (১৯৯৭) ও গেরি (২০০২) এবং স্টিভেন সোডারবার্গ পরিচালিত তিনটি হাস্যরসাত্মক চলচ্চিত্র - ওশান্স ইলেভেন (২০০১), ওশান টুয়েলভ (২০০৪) ও ওশান থার্টিন (২০০৭) এ অভিনয় করেন। তিনি প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন স্টিভ বুসেমি পরিচালিত হাস্যরসাত্মক-নাট্য চলচ্চিত্র লোনসাম জিম (২০০৬) চলচ্চিত্রে।
কেসি অ্যাফ্লেক ১৯৭৫ সালের ১২ আগস্ট ফ্যালমাউথ, ম্যাসাচুসেট্স এ জন্মগ্রহণ করেন। তার পিতা টিমথি বায়ার্স অ্যাফ্লেক এবং মাতা ক্রিস্টোফার অ্যানি (বোল্ডট)।[১][২][৩] তার উপনাম "অ্যাফ্লেক" একটি স্কটিশ উপনাম।[৪] তার পূর্বপুরুষদের অনেকে ইংরেজ, আইরিশ, এবং সুইস।[৫][৬][৭][৮] তার মা র্যাডক্লিফ কলেজ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন এবং একজন প্রাথমিক স্কুল শিক্ষক। তার বাবা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করতেন, যেমন অটো মেকানিক,[৯][১০] কাঠমিস্ত্রী,[১১] বুকি,[১২][১৩] ইলেক্ট্রিশিয়ান,[১৪] বারটেন্ডার[১৫] ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দ্বাররক্ষক।[১৬][১৭][১৮][১৯] ১৯৬০ সালের মাঝামাঝিতে তিনি থিয়েটার কোম্পানি অফ বোস্টন এর মঞ্চ ব্যবস্থাপক, পরিচালক, লেখক ও অভিনেতা হিসেবে কাজ করেন।[২০][২১][২২]
অ্যাফ্লেক ২০০৭ সালে দুটি চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন এবং সফলতা অর্জন করেন।[২৩] প্রথমটি হল পশ্চিমা ধারার দি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড, এতে তিনি ব্র্যাড পিটের করা জেসি জেমসের বিপরীতে রবার্ট ফোর্ড চরিত্রে অভিনয় করেন।[২৪] অ্যাফ্লেক এই চরিত্রের জন্য একাধিকবার অডিশন দেন।[২৫] পরিচালক অ্যান্ড্রু ডমিনিক অ্যাফ্লেককে গেরি ছবিতে দেখার পর[২৬][২৭] তার সুন্দর-কণ্ঠের জন্য তাকে আংশিকভাবে নির্বাচন করেন।[২৮][২৯] দ্য নিউ ইয়র্ক টাইমস-এর ম্যানোহলা ডার্গিস অ্যাফ্লেকের অভিনয়ের সম্পর্কে লিখেন, "তার চরিত্রটিকে নির্বোধ এবং তাকে বুদ্ধিদীপ্ত ও চতুর মনে হয়েছে।"[৩০] একই রকমভাবে, ইউএসএ টুডে'র ক্লাউদিয়া পুইগ তাকে বাস্তবিক অর্থে প্রকাশক হিসেবে বর্ণনা করেছেন, "যিনি উপযুক্তরূপে চরিত্রটিকে নিজের করে নিয়েছেন।"[৩১] অন্যদিকে ভ্যারাইটি'র টড ম্যাকার্থি বলেন অ্যাফ্লেক "শঙ্কাপন্ন ও শারীরিকভাবে অপ্রস্তুত দুর্বল ব্যক্তি হিসেবে অমোচনীয় ছাপ তৈরি করেছেন।"[৩২] স্লেট ম্যাগাজিনের ড্যানা স্টিভেন্স বলেন, "চলচ্চিত্রটি অ্যাফ্লেকের, যিনি খুবই সাহসী ও অদ্ভুত অভিনয় দিয়ে নিজেকে ভেঙ্গে গড়েছেন।" অ্যাফ্লেক তার অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কার ও স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
বছর | চলচ্চিত্রের শিরোনাম | চরিত্র | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৯৫ | টু ডাই ফর | রাসেল হাইনেস | গুস ভ্যান স্যান্ট | |
১৯৯৬ | রেস দ্য সান | ড্যানিয়েল ওয়েবস্টার | ||
১৯৯৭ | চেজিং অ্যামি | বাচ্চা | ||
গুড উইল হান্টিং | মরগ্যান ও'মালি | গুস ভ্যান স্যান্ট | ||
১৯৯৮ | ডেজার্ট ব্লু | পিট কেপলার | ||
১৯৯৯ | ২০০ সিগারেটস্ | টম | ||
অ্যামেরিকান পাই | টম মেয়ারস | ক্রেডিট দেওয়া হয় নি | ||
ফ্লোটিং | ||||
২০০০ | ড্রাউনিং মোনা | ববি ক্যালজোন | ||
কমিটেড | জে | |||
হ্যামলেট | ফর্টিনব্রাস | |||
অ্যাটেনশন শপার্স | জেড | |||
২০০১ | ওশান্স ইলেভেন | ভার্জিল ম্যালয় | স্টিভেন সোডারবার্গ | |
অ্যামেরিকান পাই ২ | টম মেয়ারস | |||
সোল সার্ভাইভার্স | সীন | |||
২০০২ | গেরি | গেরি | গুস ভ্যান স্যান্ট | চিত্রনাট্যকার |
২০০৪ | ওশান্স টুয়েলভ | ভার্জিল ম্যালয় | স্টিভেন সোডারবার্গ | |
২০০৫ | লোনসাম জিম | জিম | স্টিভ বুসেমি | |
২০০৬ | দ্য লাস্ট কিস | ক্রিস | ||
২০০৭ | ওশান্স থার্টিন | ভার্জিল ম্যালয় | স্টিভেন সোডারবার্গ | |
দি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড | রবার্ট ফোর্ড | |||
গন বেবি গন | প্যাট্রিক কেঞ্জি | |||
২০১০ | দ্য কিলার ইনসাইড মি | লু ফোর্ড | ||
আই অ্যাম স্টিল হিয়ার | নিজে | কেসি অ্যাফ্লেক | প্রযোজক, লেখক, চিত্রগ্রাহক ও চিত্রসম্পাদক | |
২০১১ | টাওয়ার হেইস্ট | চার্লি গিবস | ||
২০১২ | প্যারানরম্যান | মিচ ডাউনি | কণ্ঠ | |
২০১৩ | এইন্ট দেম বডিজ সেন্ট্স | বব মুলডুন | ||
আউট অফ দ্য ফার্নেস | রোডনি বেজ, জুনিয়র | |||
২০১৪ | ইন্টারস্টেলার | টম কুপার | ক্রিস্টোফার নোলান | |
২০১৫ | ইউনিটি | বর্ণনাকারী | প্রামাণ্য চিত্র | |
২০১৬ | ম্যানচেস্টার বাই দ্য সী | লি চ্যান্ডলার | ||
দ্য ফাইনেস্ট আউয়ার্স | রে সিবার্ট | |||
ট্রিপল নাইন | ক্রিস অ্যালেন | |||
২০১৭ | আ ঘোস্ট স্টোরি | সি | ||
২০১৮ | দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান | জন হান্ট | ||
২০১৯ | লাইট অফ মাই লাইফ | ড্যাড | কেসি অ্যাফ্লেক | লেখক ও পরিচালক |
দ্য ফ্রেন্ড | ম্যাথু টিগ | নির্মাণ-উত্তর |
বছর | শিরোনাম | চরিত্র | টীকা |
---|---|---|---|
১৯৮৮ | লেমন স্কাই | জেরি | টেলিভিশন চলচ্চিত্র |
১৯৯০ | দ্য কেনেডিজ অফ ম্যাসাচুসেট্স | রবার্ট কেনেডি | টিভি মিনি সিরিজ |
২০১০ | দ্য এয়ার ওয়ার | জো আর্মানিনি | কণ্ঠ |
২০১৬ | স্যাটারডে নাইট লাইভ | ক্রিস | পর্ব:কেসি অ্যাফ্লেক |
বছর | পুরস্কারের বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০০৮ | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা | দ্য অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড | মনোনীত |
২০১৭ | শ্রেষ্ঠ অভিনেতা | ম্যানচেস্টার বাই দ্য সী | বিজয়ী |
বছর | পুরস্কারের বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০০৮ | সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র | দি অ্যাসাসিনেশন অব জেসি জেমস বাই দ্য কাওয়ার্ড রবার্ট ফোর্ড | মনোনীত |
২০১৭ | সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র | ম্যানচেস্টার বাই দ্য সী | বিজয়ী |
বছর | পুরস্কারের বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|
২০১৭ | সেরা প্রধান চরিত্রে অভিনেতা | ম্যানচেস্টার বাই দ্য সী | বিজয়ী |