কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ বিমানবন্দর Lapangan Terbang Pulu Koko | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | পাবলিক | ||||||||||
পরিচালক | টল রিমোট লজিস্টিকস | ||||||||||
অবস্থান | পশ্চিম দ্বীপ, কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১০ ফুট / ৩ মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ১২°১১′১৯″ দক্ষিণ ০৯৬°৪৯′৫০″ পূর্ব / ১২.১৮৮৬১° দক্ষিণ ৯৬.৮৩০৫৬° পূর্ব | ||||||||||
ওয়েবসাইট | cocosislandairport | ||||||||||
মানচিত্র | |||||||||||
ভারত মহাসাগরের মানচিত্রে বিমানবন্দরটির অবস্থান | |||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
পরিসংখ্যান (২০১০/১১[টীকা ১]) | |||||||||||
| |||||||||||
কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ বিমানবন্দর (আইএটিএ: CCK, আইসিএও: YPCC) হল ভারত মহাসাগরে অবস্থিত অস্ট্রেলীয় অঞ্চল কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জের একটি বিমানবন্দর। দক্ষিণ কিলিঙের অন্যতম দ্বীপ এবং দ্বীপপুঞ্জটির রাজধানী পশ্চিম দ্বীপে বিমানবন্দরটির অবস্থান।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের বিরুদ্ধে মিত্রশক্তির বিমান হামলা পরিচালনার জন্য বিমানঘাঁটিটি তৈরি করা হয়।
বিমানবন্দরটিতে ২,৪৪১ বাই ৪৫ মিটার (৮,০০৯ বাই ১৪৮ ফুট) ক্ষেত্রফল বিশিষ্ট একটি আস্ফাল্ট নির্মিত রানওয়ে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা ১০ ফুট (৩ মিটার)।
বিমান সংস্থা | গন্তব্যস্থল |
---|---|
টল গ্লোবাল এক্সপ্রেস | ক্রিসমাস দ্বীপপুঞ্জ, পার্থ |
ভার্জিন অস্ট্রেলিয়া রিজিওনাল এয়ারলাইন্স | ক্রিসমাস দ্বীপপুঞ্জ, পার্থ |
২০১৭–২০১৮ অর্থ বছরে কোকোস (কিলিং) দ্বীপপুঞ্জ বিমানবন্দরের মাধ্যমে মোট ১৪,৮৯৬ জন যাত্রী যাতায়াত করেছেন।[টীকা ১][২]
অর্থবছর[টীকা ১] | যাত্রী | বিমান চলাচল |
---|---|---|
২০০১–০২ | ৪,৭৪০ |
২১৮
|
২০০২–০৩ | ৪,৩২৮ |
২১২
|
২০০৩–০৪ | ৪,৯৭৬ |
২১৮
|
২০০৪–০৫ | ৫,৬৩১ |
২২৬
|
২০০৫–০৬ | ৫,৬৩২ |
২২৪
|
২০০৬–০৭ | ৬,৫০১ |
২৩২
|
২০০৭–০৮ | ৬,৫১০ |
৩২০
|
২০০৮–০৯ | ৫,৬১১ |
২৩৮
|
২০০৯–১০ | ৯,১২৯ |
৩০২
|
২০১০–১১ | ১৫,৭১২ |
৩০৩
|
২০১১–১২ | ৭,৯৫৭ |
২৭৭
|
২০১২–১৩ | ১৪,৪৭৮ |
৪৫৪
|
২০১৩–১৪ | ৮,৬৬৪ |
৩৯৮
|
২০১৪–১৫ | ১১,৩২৩ |
৩৬০
|
২০১৫–১৬ | ১৭,৬৫৯ |
৩০৮
|
২০১৬–১৭ | ১৬,৩৮৭ |
৩৪৫
|
২০১৭–১৮ | ১৪,৮৯৬ |
২৬০
|