কোচ ভাষা

কোচ
দেশোদ্ভবভারত, বাংলাদেশ
মাতৃভাষী
আনুমানিক ৩৫,০০০ (২০০৬–২০০৭)[]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩kdq

কোচ ভাষা একটি তিব্বতী-বর্মী ভাষাভারতবাংলাদেশের কোচ জাতির মানুষেরা এই ভাষাতে কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, নেত্রকোণা, কিশোরগঞ্জ, গাজীপুর এবং বরেন্দ্র অঞ্চলের পাবনা, বগুড়া, রাজশাহী, মালদহ, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলায় কোচরা বাস করে। কোচদের নিজস্ব ভাষা থাকলেও নিজস্ব কোন বর্ণমালা নেই। কেবল প্রবীণ ব্যক্তিরাই এ ভাষায় এখন কথা বলে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এথ্‌নোলগে কোচ (১৭তম সংস্করণ, ২০১৩)
  2. বাংলাদেশের নানান ভাষা; মুহাম্মদ হাবিবুর রহমান; পৃষ্ঠা নম্বর – ৮৩; প্রথমা প্রকাশন; প্রথম প্রকাশ – অমর একুশে গ্রন্থমেলা ২০১৪