কোচবিহার বিমানবন্দর | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |||||||||||
বিমানবন্দরের ধরন | সরকারি | ||||||||||
পরিচালক | ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | ||||||||||
পরিষেবাপ্রাপ্ত এলাকা | কোচবিহার | ||||||||||
অবস্থান | কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত | ||||||||||
এএমএসএল উচ্চতা | ১৩৮ ফুট ফুট / ৪২ মিটার (সাধারণ সমুদ্রপৃষ্ঠ থেকে) মিটার | ||||||||||
স্থানাঙ্ক | ২৬°৩৩′১৪″ উত্তর ০৮৯°৪৬′০০″ পূর্ব / ২৬.৫৫৩৮৯° উত্তর ৮৯.৭৬৬৬৭° পূর্ব | ||||||||||
রানওয়ে | |||||||||||
| |||||||||||
ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ | |||||||||||
সূত্র[১] |
কোচবিহার বিমানবন্দর(আইএটিএ: সিওএইচ, আইসিএও: ভিইসিও)[১] হল পশ্চিমবঙ্গের কোচবিহার শহরের বিমানবন্দর। এটি বৃহত্তর অসম-বাংলা সীমান্ত এলাকায় পরিষেবা দেয়।[২] বিমানবন্দরটি ১৭৩ একর জমির উপর গড়ে উঠেছে।
এই বিমানবন্দরের চার্টার বিমানসংস্থাগুলি হল ডেকান অ্যাভিয়েশন (কলকাতা) ও নর্থইস্ট শাটলস (কলকাতা, গুয়াহাটি)।[৩][৪]
এই বিমানবন্দরটি সাধারণ সমুদ্রপৃষ্ঠ থেকে ১৩৮ ফুট (৪২) মিটার উচ্চতায় অবস্থিত।
বিমানবন্দরে একটি রানওয়ে রয়েছে। কম্পাসের কাঁটা নিরিখে রানওয়েটির অবস্থান হল ০৪/২২। এই রানওয়েতে বিমান উড্ডোয়ন ও অবতরনের জন্য ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টের ব্যবস্থা নেই। রানওয়েটি ১,০৬৯ মিটার দীর্ঘ ও ৩০ মিটার প্রসস্ত।[৫]
বিমানবন্দরের অ্যাপ্রোন বা বিমান দাঁড়ানোর স্থানটি ৭০ মিটার দীর্ঘ ও ৬৮ মিটার প্রসস্ত। এই স্থানে একই সঙ্গে দু'টি ডরনিয়ার ডিও-২২৮ বিমান ও একটি এফএক্স-২৭ বিমান দাঁড়াতে পাড়ে।
বিমান সংস্থা | গন্তব্য | তথ্য |
---|---|---|
ইন্ডিয়াওয়ান এয়ার | কলকাতা | [৬] |