![]() | |||
ডাকনাম | লে এলেফঁতস (হাতি) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | আইভোরীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | ক্যাফ (আফ্রিকা) | ||
প্রধান কোচ | সুয়ালিয়ো আইদারা | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | CIV | ||
ওয়েবসাইট | www | ||
| |||
গ্রীষ্মকালীন অলিম্পিক | |||
অংশগ্রহণ | ২ (২০০৮-এ প্রথম) | ||
সেরা সাফল্য | ষষ্ঠ স্থান (২০০৮) |
কোত দিভোয়ার জাতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দল (ইংরেজি: Ivory Coast national under-23 football team; যা কোত দিভোয়ার অলিম্পিক ফুটবল দল অথবা কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ নামেও পরিচিত) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে কোত দিভোয়ারের প্রতিনিধিত্বকারী পুরুষদের অনূর্ধ্ব-২৩ দল, যার সকল কার্যক্রম কোত দিভোয়ারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইভোরীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[১]
লে এলেফঁতস নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় কোত দিভোয়ারের বৃহত্তম শহর আবিজানে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন সুয়ালিয়ো আইদারা। কোত দিভোয়ার অনূর্ধ্ব-২৩ এপর্যন্ত ১ বার গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ষষ্ঠ স্থান অধিকার করা।[২]
মামাদু বাগায়োকো, আলাসান কোনে, চেক মুকোরো, ইউসুফ দাও এবং মুসা কোনের মতো খেলোয়াড়গণ কোত দিভোয়ারের অনূর্ধ্ব-২৩ দলের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।