কোতুলপুর | |
---|---|
গ্রাম | |
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান 23°00'45.0"N 87°35'37.0"E | |
স্থানাঙ্ক: ২৩°০০′৪৫.০″ উত্তর ৮৭°৩৫′৩৭.০″ পূর্ব / ২৩.০১২৫০০° উত্তর ৮৭.৫৯৩৬১১° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বাঁকুড়া |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,৪৮৩ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭২২১৪১ |
দূরভাষ কোড | +৯১ ৩৪৫১ |
লোকসভা কেন্দ্র | বিষ্ণুপুর |
বিধানসভা কেন্দ্র | কোতুলপুর |
ওয়েবসাইট | bankura |
কোতুলপুর ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি জনগণনা নগর। বিষ্ণুপুর মহকুমার কোতুলপুর সমষ্টি উন্নয়ন ব্লক-এর সদরদপ্তরটি এই শহরে অবস্থিত৷
উল্লেযোগ্য গ্রামগুলি হলো - গোপালপুর, গোগড়া, দারাপুর, গাঁতি, মির্জাপুরুর, জলিঠা, বালিঠা ইত্যাদি।
বাংলার সপ্তগ্রাম বিভাগের মান্দারণ সরকার এর সদরদপ্তরটি গড় মান্দারণে অবস্থিত ছিলো৷ গড় মান্দারণের কোতলু খাঁ মুঘলদের সাথে যুদ্ধে পরাজিত হলে ঐ অঞ্চল মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়৷ তারই নাম অনুসারে স্থানটির নাম রাখা হয় কোতুলপুর৷[১]
ভারতের জনগণনা ২০১১ অনুসারে কোতুলপুরের জনসংখ্যা ৮৪৮৩ জন, যার মধ্যে ৪২৮০ জন পুরুষ ও ৪২০৩ জন নারী৷ শহরটিতে প্রতি ১০০০ পুরুষে নারীর অনুপাত ৯৮২ জন৷ অনুর্দ্ধ ৬ বছর শিশু ৭৫৯ জন, যা সমগ্র জনসংখ্যার ৮.৯৫%৷ সাক্ষরতার হার ৮৬.১৩% তথা ৬ বছরোর্দ্ধ ৬৬৫৩ জন সাক্ষর৷[২]
২৫০ বর্গকিলোমিটারের অধিক বিস্তৃত তথা ১৬৭৫৪৭ জনসংখ্যা বিশিষ্ট কোতুলপুর সমষ্টি উন্নয়ন ব্লকটি কোতুলপুর থানার অধীনস্থ৷[১][৩]
বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মালঞ্চ অবধি দীর্ঘ পশ্চিমবঙ্গ ২ নং রাজ্য সড়কের ওপর কোতুলপুর শহরটি অবস্থিত৷[৪]