ফিল্ড মার্শাল কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা | |
---|---|
![]() | |
স্থানীয় নাম | ಫೀಲ್ಡ್ ಮಾರ್ಷಲ್ ಕೊಡಂದೆರ ಮಾದಪ್ಪ ಕಾರಿಯಪ್ಪ |
ডাকনাম | কিপার |
জন্ম | Sanivarsanthe, কূর্গ প্রদেশ, ব্রিটিশ ভারত | ২৮ জানুয়ারি ১৯০০
মৃত্যু | ১৫ মে ১৯৯৩ বেঙ্গালুরু, কর্ণাটক | (বয়স ৯৩)
আনুগত্য | |
সেবা/ |
|
কার্যকাল |
|
পদমর্যাদা | ![]() |
ইউনিট | রাজপুত রেজিমেন্ট |
নেতৃত্বসমূহ | |
যুদ্ধ/সংগ্রাম | |
পুরস্কার |
|
ফিল্ড মার্শাল কোদানদেরা মদপ্পা কারিয়াপ্পা (ইংরেজিতে K. M. Cariappa বা Kodandera "Kipper" Madappa Cariappa) (জন্মঃ ২৮ই জানুয়ারী, ১৮৯৯; মৃত্যুঃ ১৫ই মে, ১৯৯৩) হলেন ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় হিসেবে সেনাপতি প্রধান (কমান্ডার-ইন-চীফ)।[২] ১৯৪৭ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের সময় তিনি পশ্চিমা ভারতীয় সেনাবাহিনীদেরকে নেতৃত্ব দেন। ভারতীয় আর্মি অফিসার ফিল্ড মার্শালের সর্বোচ্চ ফাইভ স্টার র্যাংক খেতাব এই পর্যন্ত মাত্র দুইজন পেয়েছেন, তিনি হলেন তাদের মধ্য একজন। অন্যজন্য হলেন ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ’। তার ক্যারিয়ার চূড়ান্ত অবস্থায় এসে, তিনি ১৯৪৯ সালে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চীফ হয়েছিলেন।