কোন্দাগাঁও জেলা | |
---|---|
ছত্তিশগড়ের জেলা | |
![]() ছত্তিশগড় রাজ্যের মধ্যে কোন্দাগাঁও জেলার অবস্থান | |
স্থানাঙ্ক (কোন্দাগাঁও): ১৯°৩৫′ উত্তর ৮১°৩৯′ পূর্ব / ১৯.৫৯° উত্তর ৮১.৬৫° পূর্ব | |
Country | ![]() |
State | ছত্তিশগড় |
Division | বস্তার |
প্রতিষ্ঠিত | ২৪শে জানুয়ারী, ২০১২ |
সদর | কোন্দাগাঁও |
আয়তন | |
• মোট | ৭,৭৬৮ বর্গকিমি (২,৯৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ৫,৭৮,৩২৬ |
• জনঘনত্ব | ৭৪/বর্গকিমি (১৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
ওয়েবসাইট | https://kondagaon.gov.in/ |
কোন্দাগাঁও জেলা হল ভারতের ছত্তিশগড়ের একটি প্রশাসনিক জেলা। ২০১২ সালের ২৪শে জানুয়ারী পূর্বতন বস্তার জেলার অংশ বিশেষ নিয়ে এই নতুন জেলাটি তৈরি করা হয়।[১] জেলার সদরদফতর কোন্দাগাঁও। এই জেলা উপজাতিভুক্ত মানুষজনের নিজস্ব ঐতিহ্য - কাঁসা-পিতলের শিল্পের জন্যে বিখ্যাত। এছাড়া বিভিন্ন রকমের হস্তশিল্পের জন্যে এই অঞ্চল ছত্তিশগড়ের শিল্পশহর বলে পরিচিত।
২০১১ সালের জনগণনা অনুসারে জেলার জনসংখ্যা ৫৭৮,৩৬৬ জন। জনসংখ্যার যথাক্রমে ৪.১৫% তফশিলী জাতি এবং ৭০.১% তফশিলী উপজাতি ভুক্ত মানুষ। [২]
২০১১ সালের জনগণনার সময়ে জনসংখ্যার ৪২.৪৪% হালবি, ২৮.০৬% গোন্ডি, ২২.২১% ছত্তিশগড়ি , এবং ৩.৪০% জনগণ হিন্দি তাদের প্রথম ভাষা হিসেবে নিবন্ধন করেছিলেন
সবুজ বনভূমি দ্বারা আচ্ছাদিত, কোন্দাগাঁও চূড়ান্ত প্রাকৃতিক সৌন্দর্য এবং দুর্দান্ত প্রত্নতত্ত্ব্র জন্যে বিখ্যাত। পর্যটনের উপযোগী কয়েকটি জলপ্রপাত, গুহা, উপত্যকা এবং প্রত্নতাত্ত্বিক সাইটগুলি হ'ল: