শনাক্তকারী | |
---|---|
ইসিএইচএ ইনফোকার্ড | ১০০.২৯০.৭৫৭ |
ইসি-নম্বর | |
পাবকেম CID
|
|
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|
বৈশিষ্ট্য | |
C4HCoO4 | |
আণবিক ভর | 171.98 g/mol |
বর্ণ | উজ্জ্বল হলুদ তরল |
গন্ধ | বিশ্রী[১] |
গলনাঙ্ক | −৩৩ ডিগ্রি সেলসিয়াস (−২৭ ডিগ্রি ফারেনহাইট; ২৪০ kelvin) |
স্ফুটনাঙ্ক | ৪৭ ডিগ্রি সেলসিয়াস (১১৭ ডিগ্রি ফারেনহাইট; ৩২০ kelvin) |
0.05% (20°C)[১] | |
দ্রাব্যতা | হেক্সেন, টলুইন, ইথানল এ দ্রবণীয় |
বাষ্প চাপ | >1 atm (20°C)[১] |
অম্লতা (pKa) | 8.5 |
ঝুঁকি প্রবণতা | |
প্রধান ঝুঁকিসমূহ | অগ্নিদাহ্য, বাতাসে বিশ্লিষ্ট হয়[১] |
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য অনাবৃতকরণ সীমা (NIOSH): | |
PEL (অনুমোদনযোগ্য)
|
none[১] |
REL (সুপারিশকৃত)
|
TWA 0.1 mg/m3[১] |
IDLH (তাৎক্ষণিক বিপদ
|
N.D.[১] |
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |
যাচাই করুন (এটি কি ?) | |
তথ্যছক তথ্যসূত্র | |
কোবাল্ট টেট্রাকার্বোনাইল হাইড্রাইট একটি জৈবধাতব যৌগ, যার সংকেত HCo(CO)4 । এটি একটি উদ্বায়ী, হলুদ তরল ও অসহনীয় গন্ধযুক্ত এবং এটি বর্ণহীন বাস্প গঠন করে। যৌগটি দ্রবীভূত করলে তৎক্ষণাৎ বিশ্লিষ্ট হয়। কার্বন মনোক্সাইডের উচ্চ আংশিক চাপে অনুপস্থিতে Co2(CO)8 গঠন করে। এই যৌগটি হাইড্রফরমাইলেশনে অনুঘটক হিসেবে কাজ করার সক্ষমতার জন্যে গুরুত্বপূর্ণ । বিভিন্ন ধরনের কার্বোনাইলেশন বিক্রিয়াতে মধ্যস্থাকারী হিসেবে ক্ষমতার জন্যে, HCo(CO)4 এবং এর সঙ্গত যৌগগুলো তাৎপর্যপূর্ণ ।
কোবাল্ট টেট্রাকার্বোনাইল হাইড্রাইট এর গঠন ত্রিকোণীয় দ্বি-পিরামিডীয়, সাথে নিরক্ষীয় CO লিগ্যান্ড নিরক্ষীয় সমতল থেকে সামান্য বাঁকানো । এর অণুর প্রতিসাম্য হল C3v ।
কার্যকরী হাইড্রাইড আয়ন এর উপস্থিতিতে এই যৌগে কোবাল্টের জারণ সংখ্যা +১
কোবাল্ট টেট্রাকার্বোনাইল হাইড্রাইট খুব অম্লীয় ,এর pKa হল 8.5.[২] ইহা সহজে টারটিয়ারী ফসফিন্স ও লুইস-ক্ষারের দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়া দেয়।
যেহেতু কোবাল্ট টেট্রাকার্বোনাইল হাইড্রাইট সহজে বিশ্লিষ্ট হয় তাই, এটি সাধারণত Co2(CO)8 যৌগের হাইড্রজেনেশনের মাধ্যমে তৈরী করা হয়।[৩]
পরামিতি, সুস্থিতি বিক্রিয়ার জন্যে ইনফ্রারেড বর্ণালিবীক্ষণ যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা হয়, যা হল ΔH = 4.054 কিলোক্যালরি মোল−1, ΔS = −3.067 ক্যালরি মোল−1 কেলভিন−1.[৩]
টেট্রাকার্বোনাইলহাইড্রোকোবাল্ট ছিল শ্রমশিল্পে ব্যবহৃত প্রথম ট্রাঞ্জিশন ধাতব হাইড্রাইড ।[৪]