কোবে মসজিদ | |
---|---|
神戸モスク | |
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | ইসলাম |
অবস্থান | |
অবস্থান | ২-২৫-১৪ নাকায়ামাতে দোরি, চুও-কু, কোবে-শি, পোস্টাল কোড: ৬৫০-০০০৪ |
স্থাপত্য | |
স্থপতি | Jan Josef Švagr |
ধরন | মসজিদ |
বিনির্দেশ | |
গম্বুজসমূহ | ১ |
মিনার | ২ |
কোবে মসজিদ (জাপানি: 神戸モスク অথবা জাপানি: 神戸ムスリムモスク, অনুবাদ 'কোবে মুসলিম মসজিদ' জাপানের কৌবে শহরের একটি মসজিদ। ১৯৩৫ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয় এই মসজিদটিই জাপানের প্রথম মসজিদ।[১]
ইসলামিক কমিটি অব কৌবের সংগৃহীত অনুদানের অর্থে ১৯২৮ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় সাত বছর পর তা সম্পন্ন হয়।[২] ইন্দো-ইসলামী স্থাপত্যশৈলীতে নির্মিত এ মসজিদটির নকশা করেন চেক স্থপতি জ্যান জোসেফ (Jan Josef Švagr; ১৮৮৫—১৯৬৯), যিনি জাপানের বেশ কিছু ধর্মীয় ভবনের নকশা করেছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন, ১৯৪৩ সালে জাপানী নৌ-বাহিনী মসজিদটি বাজেয়াপ্ত করে নিয়েছিল। পরবর্তীতে এটি আবারও মসজিদে পরিণত হয়। বেসমেন্ট এবং দৃঢ় অবকাঠামোর কারণে এটি ১৯৪৫-এর বিমান হামলা এবং ১৯৯৫ সালের মহা হানশিন ভূমিকম্পর মাঝেও টিকে ছিল।