কোয়িলামবক্কম கோவிலாம்பாக்கம் সুন্নম্বু কোলাতুর, চিন্না কোয়িলামবক্কম ও পেরিয়া কোয়িলামবক্কম | |
---|---|
চেন্নাইয়ের শহরতলি | |
স্থানাঙ্ক: ১২°৫৬′৪৫″ উত্তর ৮০°১২′০৫″ পূর্ব / ১২.৯৪৫৭৩৫৭° উত্তর ৮০.২০১৪৫৪৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই জেলা (পূর্বে কাঞ্চীপুরম জেলা) |
মহানগর | চেন্নাই |
তালুক | তাম্বরম |
পঞ্চায়েত | কোয়িলামবক্কম |
পঞ্চায়েত সমিতি | সেন্ট থমাস মাউন্ট |
সরকার | |
• ধরন | পুরনিগম |
• শাসক | চেন্নাই পুরনিগম |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২৭,৩৭৪ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০১২৯ |
টেলিফোন কোড | ৯১-৪৪ |
যানবাহন নিবন্ধন | TN-14 (টিএন-১৪) |
লোকসভা নির্বাচন কেন্দ্র | চেন্নাই দক্ষিণ |
বিধানসভা কেন্দ্র | শোলিঙ্গনলুর |
ওয়েবসাইট | সরকারি ওয়েবসাইট |
কোয়িলামবক্কম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়৷ পূর্বে এটি চেঙ্গলপট্টু জেলা ও আরো পূর্বে কাঞ্চীপুরম জেলার অংশ ছিল৷ চেন্নাই সিটি সেণ্টার থেকে ২৬ কিমি ও তাম্বরম থেকে ১২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত৷
জনসংখ্যা ও জনসমাগমের কারণে ২০১৫ খ্রিস্টাব্দে চেন্নাই জেলার অন্তর্ভুক্ত হওয়ার পূর্বে এটি দুটি আলাদা আলাদা জেলার আলাদা ব্লকের অংশ ছিল৷
২০১১ খ্রিটাব্দে ভারতের জনগণনা অনুযায়ী[৩] কোয়িলামবক্কমের মোট জনসংখ্যা ২৭,৩৭৪ জন, যেখানে ১৩,৯৩৫ জন পুরু ও ১৩,৪৩৯ জন নারী৷ অর্থাৎ প্রতিহাজার পুরুষে ৯৬৪ জন নারীর বাস৷[৪] মোট পরিবার সংখ্যা ৭,০১০ টি৷ ছয় বছর অনূর্ধ্ব শিশু সংখ্যা ৩,৫৯৪, যা মোট জনসংখ্যার ১৩.১৩ শতাংশ৷ কোয়িলামবক্কমে মোট সাক্ষরতার হার ৮৬.০৩ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৯০.৭৭ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৮১.১১ শতাংশ৷[৫]
কোয়িলামবক্কমের উত্তর দিকে কীলকট্টলাই, উত্তর-পূর্ব দিকে বেলাচেরি, পূর্ব দিকে পল্লীকরনাই, দক্ষিণ দিকে মেটবক্কম, পশ্চিম দিকে নান্মঙ্গলম ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে পল্লাবরম৷