কোরাপুট জেলা

কোরাপুট জেলা
କୋରାପୁଟ ଜିଲ୍ଲା
ওড়িশার জেলা
ওড়িশায় কোরাপুটের অবস্থান
ওড়িশায় কোরাপুটের অবস্থান
দেশভারত
রাজ্যওড়িশা
প্রশাসনিক বিভাগদক্ষিণ ওড়িশা বিভাগ
সদরদপ্তরকোরাপুট
তহশিল১৪
আয়তন
 • মোট৮,৮০৭ বর্গকিমি (৩,৪০০ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৩,৭৯,৬৪৭
 • জনঘনত্ব১৬০/বর্গকিমি (৪১০/বর্গমাইল)
জনতাত্ত্বিক
 • সাক্ষরতা৪৯.২১ শতাংশ
 • লিঙ্গানুপাত১০৩২
গড় বার্ষিক বৃষ্টিপাত১৫৬৭ মিমি
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট
দেওমালি (পর্বত) এর চূড়া, ওড়িশার সর্বোচ্চ বিন্দু

কোরাপুট জেলা (ওড়িয়া: କୋରାପୁଟ ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. কোরাপুট জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ ১৯ চৈত্র ১৩৪২ বঙ্গাব্দে(১লা এপ্রিল ১৯৩৬ খ্রিষ্টাব্দ) সমগ্র কোরাপুট জেলাটি গঠন করা হয়৷ ১৩৬৯ বঙ্গাব্দে(১৯৬২ খ্রিষ্টাব্দ) কালাহান্ডি জেলার কাশীপুর তহশিল কোরাপুট জেলার সঙ্গে যুক্ত করা হয়৷ আবার ১৪ আশ্বিন ১৩৯৯ বঙ্গাব্দে(১লা অক্টোবর ১৯৯২ খ্রিষ্টাব্দ) পূর্বতন কোরাপুট জেলা থেকে অপর তিটি জেলাসহ নতুন কোরাপুট জেলা গঠিত হয়৷ জেলাটি ওড়িশার দক্ষিণ ওড়িশা বিভাগের অন্তর্গত৷ জেলাটির জেলাসদর কোরাপুট শহরে অবস্থিত এবং কোরাপুট মহকুমাজয়পুর মহকুমা নিয়ে গঠিত৷

নামকরণ

[সম্পাদনা]

কোরাপুট জেলার প্রথম জেলাশাসক মাননীয় আর.সি.এস বেলের তথ্যপ্রমাণ অনুসারে অঞ্চলটির নাম ছিলো কোরাপুটি যা দুটি শব্দ করা ও পুটির সমন্বয়ে গঠিত৷ এর অর্থ কুচিলা(নাক্সভমিকা) গাছের আড়ত৷ যদিও বর্তমানে এই গাছের উপস্থিতি নেই৷[]

ইতিহাস

[সম্পাদনা]

ভূপ্রকৃতি

[সম্পাদনা]

অর্থনীতি

[সম্পাদনা]

অবস্থান

[সম্পাদনা]

জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের কালাহান্ডি জেলাজেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের রায়গড়া জেলাজেলাটির পূর্বে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম জেলাজেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিজয়নগরম জেলাজেলাটির দক্ষিণে অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম জেলাজেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের মালকানগিরি জেলাজেলাটির পশ্চিমে ছত্তীসগঢ় রাজ্যের বস্তার জেলাজেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের নবরঙ্গপুর জেলা[]

জেলাটির আয়তন ৮৮০৭ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৫.৬৬%৷

কোরাপুট জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -

২০১১ অনুযায়ী কোরাপুট জেলার ভাষাসমূহ[]

  ওড়িয়া (৭৮.১৯%)
  কুই-খোন্ড (১৩.০২%)
  তেলুগু (৩.৪৬%)
  গাড়াবা (২.১০%)
  হিন্দী (০.৬৭%)
  অন্যান্য (২.৫৬%)

জনসংখ্যার উপাত্ত

[সম্পাদনা]

মোট জনসংখ্যা ১১৮০৬৩৭(২০০১ জনগণনা) ও ১৩৭৯৬৪৭(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ১৫তম৷ ওড়িশা রাজ্যের ৩.২৯% লোক কোরাপুট জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৩৪ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৭ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১৬.৮৬% , যা ১৯৯১-২০১১ সালের ১৪.৬৭% বৃদ্ধির হারের থেকে বেশি৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ১০৩২(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৭৯৷[]

নদনদী

[সম্পাদনা]

পরিবহন ও যোগাযোগ

[সম্পাদনা]

পর্যটন ও দর্শনীয় স্থান

[সম্পাদনা]

ঐতিহ্য ও সংস্কৃতি

[সম্পাদনা]

শিক্ষা

[সম্পাদনা]

জেলাটির স্বাক্ষরতা হার ৩৫.৭২%(২০০১) তথা ৪৯.২১%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৪৭.২০%(২০০১) তথা ৬০.৩২%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ২৪.২৬%(২০০১) তথা ৩৮.৫৫% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১৬.৩২%৷[]

প্রশাসনিক বিভাগ

[সম্পাদনা]

সীমান্ত

[সম্পাদনা]

বিশিষ্ট ব্যক্তিবর্গ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]