![]() | |||
পূর্ণ নাম | কোরোনা কিয়েলৎসে | ||
---|---|---|---|
ডাকনাম | শ্চিজরি (বাক-ছুরি) জুৎসিস্তো-ক্রভিশ্চি (রক্তপূর্ণ সোনালি) | ||
প্রতিষ্ঠিত | ১০ জুলাই ১৯৭৩ | ||
মাঠ | কিয়েলৎসে সিটি স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ১৫,৫৫০ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | একস্ত্রাকলাসা | ||
২০১৮–১৯ | ১০ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
কোরোনা কিয়েলৎসে (পোলীয় উচ্চারণ: [kɔˈrɔna ˈkʲɛltsɛ], পোলীয়: Korona Kielce) হচ্ছে কিয়েলৎসে ভিত্তিক একটি পোলীয় পেশাদার ফুটবল ক্লাব।[১] এই ক্লাবটি বর্তমানে পোল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ একস্ত্রাকলাসায় খেলে।[২] এই ক্লাবটি ১৯৭৩ সালের ১০ই জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। কোরোনা কিয়েলৎসে তাদের সকল হোম ম্যাচ কিয়েলৎসের কিয়েলৎসে সিটি স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৫,৫৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাৎসিয়েই বার্তোশেক এবং সভাপতির দায়িত্ব পালন করছেন জিশতফ জায়নৎস। বসনীয় রক্ষণভাগের খেলোয়াড় আদনান কোভাশেভিচ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, কোরোনা কিয়েলৎসে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ২০০৭ পোলীয় কাপের সেমি-ফাইনালে পৌঁছানো।
|url-status=সক্রিয়
অবৈধ (সাহায্য)