কোলিন্স ভালেন্তিন ফিলিমোন | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
দেশ | রোমানিয়া (২০১২–২০২১) অস্ট্রিয়া (২০২১–বর্তমান) |
জন্ম | [১] বুখারেস্ট, রোমানিয়া | ১৪ ফেব্রুয়ারি ১৯৯৮
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) |
হাত | ডান-হাতি |
কোলিন্স ভালেন্তিন ফিলিমোন (রোমানীয়: Collins Valentine Filimon; জন্ম: ১৪ ফেব্রুয়ারি ১৯৯৮) হলেন একজন অস্ট্রীয় ব্যাডমিন্টন খেলোয়াড়, যিনি মূলত অস্ট্রিয়ার প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]
ফিলিমোন অস্ট্রিয়ার হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
কোলিন্স ভালেন্তিন ফিলিমোন ১৯৯৮ সালের ১৪ই ফেব্রুয়ারি তারিখে রোমানিয়া বুখারেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
ফিলিমোন অস্ট্রিয়ার প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে শুধুমাত্র একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি ব্যাডমিন্টনে পুরুষদের একক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] গ্রুপ পর্বে একটি ম্যাচেও জয়লাভ না করে তিনি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিলেন।[৩][৪]