ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
জন্ম | ২২ নভেম্বর ২০০০ | ||
জন্ম স্থান | ওসাকা, জাপান | ||
উচ্চতা | ১.৯০ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | গোলরক্ষক | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল |
শোনান বেলমারে (গাম্বা ওসাকা হতে ধারে) | ||
জার্সি নম্বর | ১ | ||
যুব পর্যায় | |||
সেনবোকু | |||
গাম্বা ওসাকা | |||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭– | গাম্বা ওসাকা অনূর্ধ্ব-২৩ | ৩৩ | (০) |
২০১৮– | গাম্বা ওসাকা | ০ | (০) |
২০২০– | → শোনান বেলমারে (ধার) | ২৫ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১৫ | জাপান অনূর্ধ্ব-১৫ | ১১ | (০) |
২০১৬ | জাপান অনূর্ধ্ব-১৬ | ১১ | (০) |
২০১৭ | জাপান অনূর্ধ্ব-১৭ | ১২ | (০) |
২০১৮ | জাপান অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩৬, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৬, ৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
কোসেই তানি (জাপানি: 谷 晃生, ইংরেজি: Kosei Tani; জন্ম: ২২ নভেম্বর ২০০০) হলেন একজন জাপানি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জাপানের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর জে১ লিগের ক্লাব শোনান বেলমারে এবং জাপান অনূর্ধ্ব-২৩ দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।[১]
২০১৫ সালে, তানি জাপান অনূর্ধ্ব-১৫ দলের হয়ে জাপানের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।
কোসেই তানি ২০০০ সালের ২২শে নভেম্বর তারিখে জাপানের ওসাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
তানি জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত জাপান অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[২][৩]