কোহ বন্দ জেলা

কোহ বন্দ জেলা
District
দেশ আফগানিস্তান
অঞ্চল কপিসা প্রদেশ
রাজধানী হাজিখেল (৩৫°০৬′৩৪″ উত্তর ৬৯°২৫′৩৯″ পূর্ব / ৩৫.১০৯৪° উত্তর ৬৯.৪২৭৫° পূর্ব / 35.1094; 69.4275)
জনসংখ্যা ২০,৮০০ (২০০৬)
Koh Band district (in yellow)
Koh Band district (in yellow)
Koh Band district (in yellow)

কোহবন্দ জেলা আফগানিস্তানের কপিসা প্রদেশের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তরে পারভন প্রদেশ, পূর্বে নেজরাব জেলা এবং দক্ষিণে মাহমুদ রাকি জেলা। ২০০৬ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ২০,৮০০ জন এর মত। জেলাটির কেন্দ্রীয় শহরের নাম হচ্ছে হাজিখে (৩৫°০৬′৩৪″ উত্তর ৬৯°২৫′৩৯″ পূর্ব / ৩৫.১০৯৪° উত্তর ৬৯.৪২৭৫° পূর্ব / 35.1094; 69.4275) যেটি জেলার পশ্চিম অংশে অবস্থান করছে। কোহবন্দিরা আদিবাসী পাশা নামক ভাষাতে কথা বলে থাকে যা এশিয়ার মধ্যে ৬৬% এর মত।

বহিঃসংযোগ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]