মহারাজ সংবরণ ও সূর্যকন্যা তপতীর পুত্র ছিলেন কুরু । রাজা কুরুর বংশধরদের কৌরব বলা হয় । কিন্তু মহাভারতে বিশেষভাবে দুর্যোধন এবং তার শত ভাইকে কৌরব আর কুরুক্ষেত্রের যুদ্ধে তাদের পক্ষকে কৌরবপক্ষ বলা হয়েছে ।
কৌরবদের নামের তালিকা সর্বাগ্রজ থেকে সর্বানুজ অনুযায়ী সাজানো হলো:-