ক্যাকাটুয়া | |
---|---|
শ্বেত কাকাতুয়া | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | Psittaciformes |
মহাপরিবার: | Cacatuoidea |
পরিবার: | Cacatuidae |
উপপরিবার: | Cacatuinae |
গোত্র: | Cacatuini |
গণ: | Cacatua Vieillot, 1817 |
প্রজাতি | |
১১, নিবন্ধ দেখুন |
ক্যাকাটুয়া (Cacatuidae) কাকাতুয়া গোত্রের অন্তর্গত একটি গণ। মোট এগারটি প্রজাতি এ গণের অন্তর্গত। এসব প্রজাতি উত্তরে ফিলিপাইন থেকে দক্ষিণে অস্ট্রেলিয়া পর্যন্ত এবং পশ্চিমে ওয়ালাসিয়া থেকে পূর্বে সলোমন দ্বীপপুঞ্জ পর্যন্ত বিস্তৃত। এসব প্রজাতির দেহ প্রধানত সাদা ;কয়েকটি প্রজাতির দেহে গোলাপি ও হলুদ আভা থাকে। এদের চওড়া ঝুঁটি দেখা যায়। উপগণ ক্যাকাটুয়ার ঠোঁট কালো কিন্তু উপগণ লিকমেটিসের ঠোঁট ফ্যাকাসে। বর্তমানে এ গণের অন্তর্গত অধিকাংশ প্রজাতিই বিপদগ্রস্ত বলে বিবেচিত।
গণ ক্যাকাটুয়া