ক্যাটোপট্রিক্স

নিউটনিয়ান টেলিস্কোপের আলোর পথ

আলোকবিজ্ঞানের যে শাখায় আলোর ওপর গোলীয় ও প্যারাবোলিক আয়নার প্রভাব নিয়ে আলোচনা করা হয়, তাকে ক্যাটোপট্রিক্স বলে।

ক্যাটোপ্টার

[সম্পাদনা]

একটি ক্যাটোপট্রিক সিস্টেমকে ক্যাটোপ্টার বলা হয়।

আল হাজেনের অবদান

[সম্পাদনা]

ক্যাটোপট্রিক টেলিস্কোপ

[সম্পাদনা]

আইজ্যাক নিউটন সর্বপ্রথম ক্যাটোপট্রিক টেলিস্কোপ আবিষ্কার করেন।