ক্যাথরিন মা'র | |
---|---|
জন্ম | ক্যাথরিন রবার্টস মা'র ১৮ এপ্রিল ১৯৮৩ |
মাতৃশিক্ষায়তন | নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় |
পেশা | ব্যবসায়িক নির্বাহী |
কর্মজীবন | ২০০৫-বর্তমান |
উপাধি | এর উইকিমিডিয়া ফাউন্ডেশন-এর নির্বাহী পরিচালক |
ক্যাথরিন রবার্টস মা'র (জন্ম ১৮ এপ্রিল ১৯৮৩)[১] উইকিমিডিয়া ফাউন্ডেশনের সাবেক নির্বাহী পরিচালক। তিনি জুন ২০১৬ সাল থেকে এপ্রিল ২০২১ অব্দি আনুষ্ঠানিকভাবে পদটিতে ছিলেন।[২] পূর্বে তিনি এই সংস্থার প্রধান যোগাযোগ কর্মকর্তা ছিলেন।[৩] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে লেখাপড়া করা ক্যাথরিন মা’র মানবাধিকার ও আন্তর্জাতিক উন্নয়নে প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বেশ কিছু অলাভজনক এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করেছেন।[১] ৪ ফেব্রুয়ারি দেয়া এক ঘোষণায় ১৫ এপ্রিল, ২০২১ তারিখ থেকে নিজ পদ হতে অব্যাহতি নেয়ার কথা জানান তিনি।[৪][৫]
ক্যাথরিনা মাহের কানেকটিকাটের উইল্টনে বড় হয়েছিলেন[১] এবং উইল্টন হাই স্কুলে লেখাপড়া করেন।[৬] ২০০৩ সালে তিনি আমেরিকান ইউনিভার্সিটির ইন কায়রোর আরবি ভাষা ইনস্টিটিউটের আরবি ভাষা ইন্টেন্সিভ প্রোগ্রাম থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি বলেন, এটি আমার জন্য এমন একটি অভিজ্ঞতা ছিল যা পরবর্তীতে মধ্য প্রাচ্যের প্রতি গভীর ভালবাসা সৃষ্টি করেছে।[৭] মাহের পরে সিরিয়ায় ইনস্টিটিউট ফ্রাঞ্চাইস ডি'ট্যুডস আর্বস দে দামাসে অধ্যয়ন করেন। এই সময়ের মধ্যে তিনি লেবাননে এবং তিউনিশিয়াতেও সময় কাটিয়েছেন।[১][৮]
২০০৫ সালে, মাহের মধ্য প্রাচ্য ও ইসলামিক স্টাডিজের উপর নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৯]
ক্যাথরিনাা মা'র কাউন্সিল ফর ফরেন রিলেশনস এবং ইউরেশিয়া গ্রুপে দুটি ইন্টার্নশিপের পর ২০০৫ সালে এইচএসবিসি’র "আন্তর্জাতিক মানের ব্যবস্থাপক তৈরি" প্রকল্পের অংশ হিসাবে লন্ডন, জার্মানি এবং কানাডায় কাজ শুরু করেন।[১]
এপ্রিল ২০১৪ থেকে মার্চ ২০১৬ সাল পর্যন্ত, ক্যাথরিনা মা'র উইকিমিডিয়া ফাউন্ডেশনের প্রধান যোগাযোগ কর্মকর্তা ছিলেন।[৩][১০][১১] এই সময়, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কপিরাইট আইনের বিষয়ে দ্য ওয়াশিংটন পোস্ট-এ একটি সাক্ষাৎকার দিয়েছিলেন।[১২]
মার্চ ২০১৬ সালে, নির্বাহী পরিচালক লিলা ট্রটিকভ পদত্যাগের পর উইকিমিডিয়া ফাউন্ডেশনের অন্তর্বর্তীকালীন নির্বাহী পরিচালক হন ক্যাথরিনা মা'র।[১৩][১৪] জুন ২০১৬ সালে ক্যাথরিনা মা'র নির্বাহী পরিচালক হিসাবে নিযুক্ত হন। ২৪ জুন, ২০১৬ সালে ইতালির এসিনো লারিওতে উইকিম্যানিয়া ২০১৬-এর অনুষ্ঠানে জিমি ওয়েলস কর্তৃক নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়।[২][৩]
ক্যাথরিনা মা'র বলেছেন যে প্রযুক্তির মাধ্যমে তথ্যে জনগণের অধিকারের উন্নতি ও সুরক্ষার উপায় হিসাবে তিনি বিশ্বব্যাপী ডিজিটাল অন্তর্ভুক্তিকে গুরুত্ব দিতে চান।[১][১৫]
ক্যাথরিন মা’র ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে বসবাস করেন। তিনি ইংরেজি ছাড়াও আরবি, ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলতে পারেন।[৭]
<ref>
ট্যাগ বৈধ নয়; WikimediaBlog-InterimED-2016
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি