ক্যাথরিন সুইৎজার | |
---|---|
জন্ম | |
শিক্ষা | জর্জ সি মার্শাল হাই স্কুল |
মাতৃশিক্ষায়তন | সিরাকিউস বিশ্ববিদ্যালয় |
পেশা | দৌড়বিদ ও লেখিকা |
দাম্পত্য সঙ্গী | টম মিলার (১৯৬৮–১৯৭৩) ফিলিপ সোয়াব রজার রবিনসন (১৯৮৭–) |
ওয়েবসাইট | www |
ক্যাথরিন ভারজিনিয়া ক্যাথি সুইৎজার (জন্ম ৫ জানুয়ারি ১৯৪৭ অ্যামবারগ, জার্মানি[১]) একজন আমেরিকান লেখিকা, টেলিভিশন ভাষ্যকার ও দূরপাল্লার দৌড়বিদ।[২] ১৯৬৭ সালে উনি প্রথম নথিভুক্ত মহিলা হিসেবে বস্টন ম্যারাথনে অংশগ্রহণ করেন।
দৌড় চলাকালীন জক সেম্পল নামক কর্মকর্তা ওনাকে থামাবার চেষ্টা করেন, কিন্তু ওনার প্রেমিক, যিনি ওনার সাথেই দৌড়োচ্ছিলেন, জককে ঠেলে ফেলে দেন ও সুইৎজার দৌড় শেষ করেন। ১৯৭২ সাল থেকে বস্টন ম্যারাথনে মহিলাদের অংশগ্রহণ বৈধ করা হয়।[৩]