বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
ক্যানন এর সবচেয়ে বেশি ব্যবহৃত লেন্সটি হচ্ছে ক্যানন ১৮ - ৫৫ মিমি লেন্স। এই লেন্সটি দিয়ে প্রসারিত এলাকার ছবি যেমন তোলা যায়, তেমনি মাঝারি মানের টেলি জুম করেও ছবি তোলা যায়। এর কয়েকটি ভার্সন রয়েছে। যেমন IS, IS I, IS II, IS STM ইত্যাদি। ২০০৩ সালের সেপ্টেম্বার মাসে এ লেন্সটি প্রথম বাজারে ছাড়া হয় IS ভার্সন এর মাধ্যমে।
এ লেন্সটির এপেরচার মান ৩.৫ থেকে শুরু এবং তা ৩৬ পর্যন্ত রয়েছে।[১]
এ লেন্সটির মাউন্ট প্লাস্টিক এর তৈরি। এটির রঙ কালো। এর ভেতরে রয়েছে তিনটি গ্লাস। ওজন ২০০ গ্রাম। IS STM এর ওজন ২০৫ গ্রাম। [২]