"ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" | |
---|---|
পিংক ফ্লয়েড কর্তৃক একক | |
এ-সাইড | "আরনল্ড লেইন" |
রেকর্ডকৃত | ২৯ জানুয়ারি ১৯৬৭, সাউন্ড টেকনিক্স স্টুডিওস (লন্ডন, যুক্তরাজ্য) ২৭ ফেব্রুয়ারি ১৯৬৭, ইএমআই স্টুডিওস (লন্ডন, যুক্তরাজ্য) |
ধারা | সাইকেডেলিক পপ[১] |
দৈর্ঘ্য | ২:৩৮ |
লেবেল | কলাম্বিয়া (ইএমআই) (ইউকে) টাওয়ার/কাপিটল (ইউএস) |
লেখক | সিড ব্যারেট |
প্রযোজক | জো বয়েড |
"ক্যান্ডি অ্যান্ড অ্যা কারেন্ট বান" ইংরেজ সঙ্গীতজ্ঞ সিড ব্যারেট রচিত ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েডের প্রথম একক, "আরনল্ড লেইন"-এর বি-সাইডের একটি গান, যেটি জানুয়ারি ১৯৬৭ সালে প্রকাশিত হয়েছিল।[২] জো বয়েড প্রযোজতি গানটির প্রধান বিষয় ড্রাগ এবং নৈমিত্তিক যৌনতা।[৩]