ক্যারেন সামার Karen Summer | |
---|---|
জন্ম | [১] | জুলাই ২২, ১৯৬২
অন্যান্য নাম | কারিন সামার, দানা আল্ফার, কারিন সাম্মার্স, ক্যার্রেন সাম্মার্স, রিকী লেন, Karen Summers, মারিয়া জনসন, Karen Sommers, মাইকেল লী, মিকেল লী, মিকেল লেই, Rickie Lane ও Karen Sommars[১] |
কর্মজীবন | ১৯৮২-১৯৯৩[৩][৪] ২০১৪–বর্তমান[৫] |
উচ্চতা | ৫ ফুট ৩ ইঞ্চি (১.৬০ মিটার)[১] |
প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রের সংখ্যা | ১৬৩ (IAFD)[১] |
ওয়েবসাইট | karensummerxxx |
ক্যারেন সামার (জন্মঃ ২২ জুলাই, ১৯৬২) একজন মার্কিন নারী যৌন শিল্পী[১]
প্রাথমিকভাবে তিনি টারজানা এবং লস অ্যঞ্জেলস এ তার জীবন শুরু করেন।[৫] যৌন শিল্পে পদার্পণের আগে তিনি এক্সট্রা, ফোটো ডবল, স্ট্যান্ড-ইন, ও প্রডাকশন অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি কাজ করতেন,[৩][৫] তিনি তার ১৮ থেকে ২০ বছর বয়সেরকালের মধ্যে[৬] দ্য ডাকজ অব হ্যাজ্জার্ডে তিন বছর কাজ করেন[৩][৫]
ক্যারেন সামার জিম সাউথ কর্তৃক প্রথম বারের মতো প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র জগতের সাথে পরিচিত হন।[৭] এরপর সে তার ২০তম জন্মদিনের চারদিন আগে ১৯৮২ সালে ববী হল্যান্ডারের সাথে প্রথমবার নগ্ন চিত্র তোলে।[৬][৮] চলচ্চিত্রে প্রথম দেখা যায় স্যাডেস অব এক্সট্যাসি নামক একটি ছবিতে[৫][৮] তিনি প্রাথমিকভাবে কেরিয়ারের প্রায় ছয় মাস তার বর্তমান পর্যায় নামের এটা পরিবর্তন করার আগে মঞ্চ-নাম রিকি লেন ব্যবহার করতেন।[৫] ১৯৯৩ সালে ক্যারেন যৌন-শিল্পে হোতে দূরে সরে আসেন।[৩][৪] তিনি তার অভিনয়জীবনের শেষ পাঁচ বছরের অধিকাংশই একজন বৈশিষ্ট্য নর্তকী এবং প্যারডি ইত্যাদি কাজ কোরে অতিবাহিত করেন।[৮]
২০১৪ সালে, ক্যারেন আবার যৌন শিল্পে ফিরে আসেন নিনা হার্টলীর কারণে, যে তার প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র ক্যারিয়ার পুনরায় শুরু করার জন্য উৎসাহিত করেছিল।[৫] তিনি বর্তমানে তার xxx পোর্নস্টার রেডিও নমে নিজস্ব অনুষ্ঠান পরিচালনা করছেন।[৩][৫] তিনি সোনী মেলনের সাথে মিলিত ভাবে "সামারসান প্রডাকশনস" নামে ২০১৫ সালে একটি প্রডাকশন কোম্পানি শুরু করেছেন।[৮]
ক্যারেন সামার, যৌন শিল্প থেকে দূরে সরার পর প্রায় বিস বছর ফ্লোরিডায় বসবাস করেন।[৪] ১৯৯০ সালে সামার প্রথম বিয়ে করেন[৯] এবং দশ বছর পর তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।[৩][৪][৫] তিনি একজন প্যারালিগাল ছিল এবং স্বাস্থ্যের যত্ন ক্ষেত্রেরও কিছু কাজ করেন[৩][৪][৫] ২০১৪ সালে তিনি আবার যৌন শিল্পে পদার্পণ করেন ও পুনরায় লস অ্যাঞ্জেলসে বসবাস শুরু করেন [৫]
<ref>
ট্যাগ বৈধ নয়; LustyMature
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি