ক্যালকুলাসের কাণ্ড (L'Affaire Tournesol) | |
---|---|
![]() | |
তারিখ | ১৯৫৬ |
সিরিজ | দুঃসাহসী টিনটিন |
প্রকাশক | কাস্টরম্যান |
সৃজনশীল দল | |
উদ্ভাবকরা | এর্জে |
মূল প্রকাশনা | |
প্রকাশিত হয়েছিল | টিনটিন ম্যাগাজিন |
প্রকাশনার তারিখ | ২২শে ডিসেম্বর, ১৯৫৪ - ২২শে ফেব্রুয়ারি, ১৯৫৬ |
ভাষা | ফরাসি |
আইএসবিএন | ৯৭৮-২-২০৩-০০১১৭-৬ |
অনুবাদ | |
প্রকাশক | আনন্দ পাবলিশার্স |
তারিখ | ১৯৯৫ |
অনুবাদক | নীরেন্দ্রনাথ চক্রবর্তী |
কালপঞ্জি | |
পূর্ববর্তী | চাঁদে টিনটিন (১৯৫৪) |
পরবর্তী | লোহিত সাগরের হাঙর (১৯৫৮) |
ক্যালকুলাসের কাণ্ড (ফরাসি: L'Affaire Tournesol) দুঃসাহসী টিনটিন সিরিজের একটি কমিক বই।
অধ্যাপক কাথবার্ট ক্যালকুলাস আবিষ্কার করেছেন এমন এক যন্ত্র যাতে দূরবর্তী কাঁচের জিনিসকে ধ্বংস করা যায়। সিলডাভিয়ান ও বর্ডুরিয়ানরা দুই পক্ষই তা পেতে চায় বৃহত্তর ধ্বংসের কাজে। সেই যন্ত্রের ওপর অধিকার নিতে তাকে কিডন্যাপ করে বর্ডুরিয়ার কর্নেল স্পঞ্জ। তাকে উদ্ধার করতে যান টিনটিন ও ক্যাপ্টেন হ্যাডক।