এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(সেপ্টেম্বর ২০১৮) |
ডেভলপার | ক্যালকুলেট লিনাক্স টিম |
---|---|
ওএস পরিবার | ইউনিক্স-সদৃশ |
কাজের অবস্থা | সক্রিয় |
সোর্স মডেল | ওপেন সোর্স |
প্রাথমিক মুক্তি | ৬ জুন ২০০৭[১] |
সর্বশেষ মুক্তি | ১৭.১২.২ / ২১ ফেব্রুয়ারি ২০১৮[২] |
ভাষাসমূহ | ইংরেজি, স্প্যানিশ, জার্মান, পর্তুগিজ, ইতালিয়, রোমান, রাশিয়ান, ইউক্রেনীয়, পোলিশ এবঅং ফ্রেঞ্চ |
প্যাকেজ ম্যানেজার | পোর্টেজ প্যাকেজ ম্যানেজার |
কার্নেলের ধরন | মনোলিথিক (লিনাক্স) |
ইউজারল্যান্ড | জেন্টু লিনাক্স |
লাইসেন্স | বিভিন্ন, প্রধানত গ্নু জেনারেল পাবলিক লাইসেন্স |
ওয়েবসাইট | www |
ক্যালকুলেট লিনাক্স(ইংরেজি: Calculate Linux) করপোরেট পরিবেশে নিয়োজনের জন্যে ডিজাইনকৃত একটি জেন্টু-ভিত্তিক অপটিমাইজড লিনাক্স ডিস্ট্রিবিউশন।[৩][৪][৫][৬][৭][৮][৯]
ক্যালকুলেট লিনাক্স পাঁচটি ভিন্ন সংস্করণে পাওয়া যায়: ক্যালকুলেট লিনাক্স ডেস্কটপ (সিএলডি), ক্যালকুলেট ডিরেক্টরি সার্ভার (সিডিএস), ক্যালকুলেট লিনাক্স স্ক্র্যাচ (সিএলএস), ক্যালকুলেট স্ক্র্যাচ সার্ভার (সিএসএস) এবং ক্যালকুলে লিনাক্স কনটেইনার (সিএলসি)।
সবগুলো সংস্করণের জন্যেই বুটেবল লাইভ সিডি রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |