![]() | |
নীতিবাক্য | Fiat lux (Latin) |
---|---|
বাংলায় নীতিবাক্য | Let there be light |
ধরন | পাবলিক |
স্থাপিত | ১৮৭৩ |
বৃত্তিদান | $1.55 billion [১] |
আচার্য | Susan D. Desmond-Hellmann |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ১৬৮৬ |
স্নাতকোত্তর | ৪৬৩৬ (Fall 2011)[২] |
অবস্থান | সান ফ্রান্সিস্কো , ক্যালিফোর্নিয়া , মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষাঙ্গন | Urban, ২৫৫ একর (১০৩ হেক্টর),[২] |
পোশাকের রঙ | UCSF Teal [৩] |
অধিভুক্তি | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া |
মাসকট | Bear[৩] |
ওয়েবসাইট | UCSF.edu |
![]() | |
![]() |
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিস্কো ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিস্কোতে অবস্থিত একটি চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষা ও গবেষণাকেন্দ্র। চিকিৎসাবিজ্ঞানে এটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় হিসেবে বিবেচিত। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ১০টি ক্যাম্পাসের মধ্যে এটি শুধুমাত্রই স্নাতকোত্তর শিক্ষার জন্য এবং চিকিৎসাবিজ্ঞান ও বায়োমেডিকেল বিজ্ঞানসমূহের জন্য। এর চিকিৎসাকেন্দ্রের মধ্যে রয়েছে কিডনি এবং যকৃত প্রতিস্থাপন, রেডিওলজি, নিউরোলজি, নিউরোসার্জারি, ক্যান্সারবিদ্যা, চক্ষুবিদ্যা।
এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে রয়েছেন পাঁচজন নোবেল বিজয়ী, ন্যাশানাল অ্যাকাডেমি অব সায়েন্সের ৩১ জন সদস্য, ইন্সটিটিউট অব মেডিসিন এর ৬৯ জন সদস্য। এই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব সায়েন্স, ডক্টর অব ফিলোসফি, ডক্টর অব ফার্মাসি, ডক্টর অব মেডিসিন, ডক্টর অব ডেন্টাল সার্জারি এবং ডক্টর অব ফিজিক্যাল থেরাপি ডিগ্রি প্রদান করে।
|তারিখ=
(সাহায্য)