ক্যোনিগ্‌স্‌জে (হ্রদ)

ক্যোনিগ্‌স্‌জে
অবস্থানজার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের দক্ষিণতম প্রান্তে
স্থানাঙ্ক47°33′N 12°58′ECoordinates: 47°33′N 12°58′E
প্রাথমিক অন্তর্প্রবাহশ্রাইনবাখ, ওবার্‌জে, কেসেলবাখ, আইসবাখ, ক্যোনিগ্‌স্‌বাখ
প্রাথমিক বহিঃপ্রবাহক্যোনিগ্‌স্‌জেয়ার আখে
অববাহিকার দেশসমূহজার্মানি
সর্বাধিক দৈর্ঘ্য৭.৭ কিমি
সর্বাধিক প্রস্থ১.৭ কিমি
পৃষ্ঠতল অঞ্চল৫.২১৮ কিমি²
গড় গভীরতা৯৮.১ মি
সর্বাধিক গভীরতা১৯০ মি
পানির আয়তন৫১১,৭৮৫,০০০ m³
পৃষ্ঠতলীয় উচ্চতা৬০৩ মি
দ্বীপপুঞ্জ১ (ক্রিস্টিলিগার)
জনবসতিসেন্ট বার্টোলোমে, শোনাউ আম ক্যোনিগ্‌স্‌জে

ক্যোনিগ্‌স্‌জে [] (জার্মান: Königssee; ক্যোনিক্স্‌জ়ে অর্থাৎ "রাজার হ্রদ") জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের সবচেয়ে দক্ষিণ-পূর্ব প্রান্তে জার্মান-অস্ট্রীয় সীমান্তে অবস্থিত একটি হ্রদ। হ্রদটি বায়ার্নের শোনাউ আম ক্যোনিগ্‌স্‌জে পৌর এলাকার বের্শ্‌টেসগাডেন শহরের কাছে, জার্মান আল্পস পর্বতমালাতে, অস্ট্রিয়ার জাল্‌ৎসবুর্গ শহরের ঠিক দক্ষিণে অবস্থিত। ক্যোনিগ্‌স্‌জে জার্মানির গভীরতম হ্রদ। সর্বশেষ বরফ যুগে হিমবাহের গলনের ফলে হ্রদটির সৃষ্টি হয়। এটি ৭.৭ কিমি দীর্ঘ এবং এর সর্বাধিক প্রস্থ ১.৭ কিমি। হ্রদটি প্রায় সর্বত্র ২০০০ মিটার উঁচু জার্মান আল্পস পর্বতমালার খাড়া সব পর্বত দিয়ে ঘেরা; কেবল একদিকে হ্রদটি থেকে ক্যোনিগ্‌স্‌জেয়ার আখে নামের একটি বহির্গামী ধারা ক্যোনিগ্‌স্‌জে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে।

হ্রদটি এর পরিষ্কার পানির জন্য বিখ্যাত। এটিকে জার্মানির সবচেয়ে পরিষ্কার হ্রদ হিসেবে দাবী করা হয়। ১৯০৯ সাল থেকে এখানে কেবলমাত্র বিদ্যুৎচালিত জলযান, বৈঠা কিংবা পাদানিচালিত নৌকা চালানোর অনুমতি আছে। হ্রদ ও তার আশেপাশের উদ্যানগুলি পর্বতারোহী এবং পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয়।

হ্রদের পশ্চিম তীরের মাঝ বরাবর সেন্ট বার্টোলোমে নামের খ্রিস্টানদের বিখ্যাত তীর্থস্থানীয় গির্জাটি অবস্থিত।

চিত্রসংগ্রহ

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. এই জার্মান স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপেডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ পৃষ্ঠায় ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।