ক্রাইম প্যাট্রোল | |
---|---|
ধরন | রিয়ালিটি; ডকুমেন্টারী |
নির্মাতা | সুবারামানায়ান এস আইয়ার |
উন্নয়নকারী | সুবারামানায়ান এস আইয়ার এবং নিরাজ নায়েক |
লেখক | সুবারামানায়ান এস আইয়ার |
পরিচালক | সুবারামানায়ান এস আইয়ার |
সৃজনশীল পরিচালক | নিরাজ নায়েক (১ম মৌসুম) |
উপস্থাপক | দিবাকর পুনদির এবং শক্তি আনন্দ (১ম মৌসুম) অনুপ সোনি এবং শাকসি তানোয়ার (২য় মৌসুম) অনুপ সোনি (মৌসুম ৩ এবং ৪) |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
মৌসুমের সংখ্যা | ৪ |
পর্বের সংখ্যা | ১ম মৌসুম - ২১১ ২য় মৌসুম - ৯৬ ৩য় মৌসুম - ৬৮ ৪র্থ মৌসুম - ৩৫২ (২০১৪ সালের ২৯ মার্চ অনুযায়ী) |
নির্মাণ | |
প্রযোজক | অপিটিমাইসটিক্স ইন্টারটেইন্টমেন্ট প্রাইভেট লিমিটেড |
ব্যাপ্তিকাল | প্রায় ৩৫ মিনিট |
নির্মাণ কোম্পানি | সিনেভিসটাস লিমিটেড (১ম মৌসুম) অপিটিমাইসটিক্স ইন্টারটেইন্টমেন্ট (২য়, ৩য় এবং ৪র্থ মৌসুম) |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন (ভারত) সনি এন্টারটেনমেন্ট টেলিভিশন এশিয়া |
ছবির ফরম্যাট | ৫৭৬আই (এসডিটিভি), ১০৮০আই (এইচডিটিভি) |
মূল মুক্তির তারিখ | ৯ মে ২০০৩ – বর্তমান |
বহিঃসংযোগ | |
ওয়েবসাইট |
ক্রাইম প্যাট্রোল হল একটি ভারতীয় অপরাধপ্রবণতামূলক টেলিভিশন ধারাবাহিক যেটি সুবারামানায়ান এস আইয়ার কর্তৃক নির্মিত, উন্নীত, রচিত এবং পরিচালিত। এটি মূলত সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এশিয়া টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করা হয়। সিরিজটি ভারতে ঘটে যাওয়া বিভিন্ন প্রকার অপরাধের ক্ষেত্রগুলো নিয়ে নাটকীয় সংস্করণকরনের মাধ্যমে প্রদর্শন করা হয়। সিরিজটি ২০০৩ সালের ৯ মে প্রথম প্রদর্শিত হয়েছিল এবং ৪টি মৌসুমের জন্য সম্প্রচার করা হয়।
বর্তমানে ক্রাইম প্যাট্রোল দস্তক শিরোনামে ৪র্থ মৌসুম সম্প্রচারিত হচ্ছে এবং অনুপ সনি কর্তৃক উপস্থাপনা করা হয়ে থাকে।[১] ৪র্থ মৌসুমে বেবী ফলক মামলা, ২০১২ সালের দিল্লিতে ঘটে যাওয়া গণধর্ষণ মামলা এবং ২০১৩ সালের মুম্বাই গ্যাং রেপ কেস মামলাটি সম্প্রচারিত হয়েছে।[২]
অনুষ্ঠানটির নীতিবাক্য হল ক্রাইম নেভার পে। আয়োজক অনুপ সনির মতে, যেমন রিয়ালিটি শোর পিছনে উপজীব্য অপরাধমূলক কর্মকান্ডগুলো তাদের এলাকাগুলোয় ঘটছে এবং কীভাবে তারা নিজেদের রক্ষা করতে পারে আর এজন্য দর্শকদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে এটি নির্মাণ করা হয়েছে। এটি বাস্তব জীবনের নাটকীয়ভাবে ঘটে যাওয়া অপরাধ ও ঘটনা এবং পুলিশ মামলাটি সমাধান সম্পর্কে কীভাবে বিস্তারিত সমাধান দেয় সেটিই মূলত তুলে ধরা হয়েছে।
মৌসুম | পর্ব সংখ্যা |
সম্প্রচারিত সময় | |
---|---|---|---|
মৌসুম শুরু | মৌসুম শেষ | ||
১ | ২১১ | ৯ মে ২০০৩ | ৩ মার্চ ২০০৬ |
২ | ৮৮ | ২৬ জানুয়ারি ২০১০[৩] | ২৪ জুন ২০১০ |
৩ | ২৮ | ২৪ সেপ্টেম্বর ২০১০[৪] | ২৫ ডিসেম্বর ২০১০ |
৪ | টিবিএ | ২৯ এপ্রিল ২০১১[৫] | টিবিএ |
২০০৩ সালের ৯ মে থেকে ২০০৬ সালের ৩ মার্চ আধা ঘণ্টার জন্য রাত ১০:৩০ ভারতীয় সময় মোতাবেক প্রতি শুক্রবার সাপ্তাহিকভাবে প্রচারিত হয়েছিল।[৬] এটা পরবর্তীতে শক্তি আনন্দ কর্তৃক স্থানান্তরিত হয়; যেটি অবশ্য দিবাকর পুন্দির কর্তৃক প্রাথমিকভাবে আয়োজন করা হয়েছিল।