ক্রাইসোটাইল

ক্রাইসোটাইলের
Chrysotile serpentine from the Salt River area, Arizona
সাধারণ তথ্য
শ্রেণীSilicate mineral
(serpentine group)
রাসায়নিক সূত্রMg3(Si2O5)(OH)4
(ideal)
সনাক্তকরণ
পেষক ভর277.11 g/mol
(ideal)
বর্ণgrey to green
স্ফটিক রীতিacicular
স্ফটিক পদ্ধতিmonoclinic or orthorhombic
ফাটলfibrous
কাঠিন্য মাত্রা2½–3
ঔজ্জ্বল্যsilky
ডোরা বা বর্ণচ্ছটাwhite
স্বচ্ছতাtranslucent
ঘনত্ব2.53 g/ml
প্রতিসরাঙ্ক1.545–1.569; 1.553–1.571
বায়ারফ্রিঞ্জেন্স0.008 (max)
বিচ্ছুরণrelatively weak
Fusibilitydehydrates at 550–750 °C
দ্রাব্যতাinsoluble in water
fibres degrade in dilute acid

ক্রাইসোটাইলের রাসায়নিক উপাদানের মধ্য ৪৩.৬৩ ভাগ MgO, ৪৩.৩৬ ভাগ SiO2 এবং ১৩ ভাগ H2O[]। এর রাসানিয়ক সংকেত হলো Mg3(Si2O5)(OH)4[] এর স্ফটিক একাক্ষী এবঙ ত্রিশিরাকার। ক্রাইসোটাইল এর রং সাদা, হালকা সবুজ অথবা হলুদ। এটি রেশম দীপ্ত পদার্থ। এর কঠিনতা ২.০-২.৫।

ভূগর্ভস্থ উত্তপ্ত তরল পদার্থের সংস্পর্শে ম্যাগনেশিয়া-সমৃদ্ধ অতি ক্ষারীয় আগ্নেয় শিলা পরিবর্তিত হয়ে ক্রাইসোটাইল সৃষ্ট করে।

ব্যবহার

[সম্পাদনা]

আগুন নিরোধক পোশাক, সিনেমার পর্দা, বিভিন্ন প্রকার ছাঁকনি এবং রবারের দ্রব্যাদি তৈরি করতে ক্রাইসোটাইল ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Chrysotile Mineral Data"webmineral.com। সংগ্রহের তারিখ ২০২০-০৬-০৯ 
  2. "Asbestos" (পিডিএফ)Report on Carcinogens, Eleventh EditionU.S. Department of Health and Human Services। ২০০৫।