ক্রাউন জুয়েল (২০২৪)

ক্রাউন জুয়েল
বিবরণ
সংস্থাডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড
স্ম্যাকডাউন
তারিখ২ নভেম্বর ২০২৩ (2023-11-02)
মাঠকিংডম এরিনা
শহররিয়াদ, সৌদি আরব
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠানের কালানুক্রমিক
ব্যাশ ইন বার্লিন
ক্রাউন জুয়েল-এর কালানুক্রমিক
২০২৩ সর্বশেষ

ক্রাউন জুয়েল একটি পেশাদার কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (পিপিভি) এবং ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কের অনুষ্ঠান ছিল, যা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (ডাব্লিউডাব্লিউই) তাদের ব্র্যান্ড এবং স্ম্যাকডাউনের জন্য প্রযোজনা করবে,[] যা ক্রাউন জুয়েল কালানুক্রমিকের অধীনে প্রচারিত পঞ্চম এবং ডাব্লিউডাব্লিউইর ১১ বছরের অংশীদারিত্বের অধীনে সৌদি ভিশন ২০৩০ সমর্থন করে দশম অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানটি ২০২৩ সালের ২রা নভেম্বর তারিখে সৌদি আরবের রিয়াদের কিংডম এরিনায় অনুষ্ঠান হবে।

কাহিনী

[সম্পাদনা]

এই অনুষ্ঠানে পূর্ব নির্ধারিত কাহিনীর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ম্যাচগুলো অন্তর্ভুক্ত থাকবে, যেখানে কুস্তিগিরগণ পূর্ব নির্ধারিত কাহিনী অনুযায়ী অনুষ্ঠানগুলোতে নায়ক, খলনায়ক অথবা পার্থক্যহীন চরিত্র ধারণ করেছেন যা এক বা একাধিক ম্যাচে উত্তেজনা সৃষ্টি করেছে। এই ম্যাচগুলোর ফলাফল এবং স্ম্যাকডাউন ব্র্যান্ডে নিযুক্ত ডাব্লিউডাব্লিউইর লেখকদের দ্বারা পূর্বনির্ধারিত হবে,[][] যার ধারাবাহিক কাহিনী ডাব্লিউডাব্লিউইর সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠান এবং স্ম্যাকডাউনে প্রদর্শন করা হয়েছে।[]

উৎপাদন

[সম্পাদনা]

পটভূমি

[সম্পাদনা]

২০১৮ সালের শুরুর দিকে, আমেরিকান পেশাদার কুস্তি প্রচার ডাব্লিউডাব্লিউই সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচি সৌদি ভিশন ২০৩০- এর সমর্থনে ক্রীড়া মন্ত্রণালয়ের (পূর্বে জেনারেল স্পোর্টস অথরিটি) সাথে ১০ বছরের কৌশলগত মাল্টিপ্ল্যাটফর্ম অংশীদারিত্ব শুরু করে। [] [] ক্রাউন জুয়েল তারপরে সেই একই বছরের পরে প্রতিষ্ঠিত হয়েছিল এই অংশীদারিত্বের একটি পুনরাবৃত্ত ইভেন্ট হিসাবে যা সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে, অক্টোবরের শেষের দিকে-নভেম্বরের শুরুতে। ২৫ মে, ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল কিং অ্যান্ড কুইন অব দ্য রিং-এর সময়, ষষ্ঠ ক্রাউন জুয়েল এবং সৌদি আরবের অংশীদারিত্বে ১২ তম সামগ্রিক ইভেন্ট, শনিবার, নভেম্বর ২, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে চলেছে [] ইভেন্টটি বিশ্বব্যাপী পে-পার-ভিউতে সম্প্রচারিত হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের পিকক এবং বেশিরভাগ আন্তর্জাতিক বাজারে ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্কে লাইভস্ট্রিমের জন্য উপলব্ধ ছিল এবং এতে এবং স্ম্যাকডাউন ব্র্যান্ড বিভাগের কুস্তিগীর উপস্থিত থাকবে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. https://www.fightful.com/wrestling/wwe-crown-jewel-officially-announced-november-4-2023
  2. গ্রাবিয়ানোভস্কি, এড (১৩ জানুয়ারি ২০০৬)। "How Pro Wrestling Works" [পেশাদার কুস্তি কিভাবে কাজ করে]। HowStuffWorks (ইংরেজি ভাষায়)। ডিসকভারি ইনকো.। ১৮ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১২ 
  3. "Live & Televised Entertainment" [সরাসরি এবং টেলিভিশন বিনোদন]। webcitation (ইংরেজি ভাষায়)। ডাব্লিউডাব্লিউই। ২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১২ 
  4. স্টেইনবার্গ, ব্রায়ান (২৫ মে ২০১৬)। "WWE's 'Smackdown' Will Move To Live Broadcast On USA (EXCLUSIVE)" [ডাব্লিউডাব্লিউইর 'স্ম্যাকডাউন' ইউএসএতে সরাসরি সম্প্রচার হবে (এক্সক্লুসিভ)]। Variety (ইংরেজি ভাষায়)। ২৬ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মে ২০১৬ 
  5. WWE.com Staff (মার্চ ৫, ২০১৮)। "Saudi Arabia to host the Greatest Royal Rumble"WWE। মার্চ ৫, ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৭, ২০১৮ 
  6. "National Transformation Program 2020" (পিডিএফ)। আগস্ট ২৮, ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  7. Lambert, Jeremy (মে ২৫, ২০২৪)। "WWE Crown Jewel Announced For November 2 In Saudi Arabia"Fightful। সংগ্রহের তারিখ মে ২৫, ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]