ক্রান্তিয় বাইল্ল্যা Acentrogobius caninus | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Chordata |
উপপর্ব: | Vertebrata |
মহাশ্রেণী: | Osteichthyes |
শ্রেণী: | Actinopterygii |
বর্গ: | Perciformes |
পরিবার: | Gobiidae |
গণ: | Acentrogobius |
প্রজাতি: | Acentrogobius caninus |
দ্বিপদী নাম | |
Acentrogobius caninus (Valenciennes, 1837) | |
প্রতিশব্দ | |
Gobius zanzibarensis Sauvage, 1891[১] |
ক্রান্তিয় বাইল্ল্যা (বৈজ্ঞানিক নাম: Acentrogobius caninus) (ইংরেজি: Tropical Sand Goby) হচ্ছে Gobiidae পরিবারের Acentrogobius গণের একটি স্বাদুপানির মাছ।
এই মাছ ইন্দো-পশ্চিম প্রশান্ত মহাসাগর জুড়ে পাওয়া যায়। বাংলাদেশে বঙ্গোপসাগরে সচরাচর পাওয়া যায়।
আইইউসিএন বাংলাদেশ (২০০০) এর লাল তালিকা অনুযায়ী এই প্রজাতিটি এখনও হুমকির সম্মুখীন নয়। তবে পরিপূর্ণতা বিবেচনা না করে বাণিজ্যিকভাবে আহরণ করার দরুন এ মাছের পরিমাণ কমে যাছে।[৫]
এ প্রজাতির মাছ ১৩.২ সেমি পর্যন্ত লম্বা হয়। বাংলাদেশে ৮ সেমি দৈর্ঘ্যের এ মাছ পাওয়া গিয়েছে।
|আইএসবিএন=
এর মান পরীক্ষা করুন: invalid prefix (সাহায্য)।