ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | ফিজি |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৬ |
অধিভুক্ত | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
অধিভুক্তের তারিখ | ১৯৬৫ (সহযোগী সদস্য) |
আঞ্চলিক অধিভুক্তি | আইসিসি ইস্ট এশিয়া প্যাসিফিক |
সদর দফতর | সুভা |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
cricketfiji | |
ক্রিকেট ফিজি হল ফিজির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সংস্থাটিত সদর দপ্তর দেশটির রাজধানী সুভায় অবস্থিত। সংস্থাটি ১৯৪৬ সালে ফিজি ক্রিকেট অ্যাসোসিয়েশন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১৯৬৫ সালে আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে।[১] ক্রিকেট ফিজি আইসিসি পূর্ব এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আওতাধীন।